তুমি কি আমাকে না দেখার ভান করছো ?
ও তুমি ? নাহ তোমাকে খেয়াল করিনি।
আগে তো অনেক দূর থেকেই আমাকে দেখতে পেতে।
তখন তোমাকে ভালোবাসতাম
ভালোবাসলে আকাশটা অনেক বড় হয়
চিল পাখির মতো অনেক দূর থেকে তোমাকে দেখতে পেতাম।
এখন ভালোবাসো না ?
তুমি চলে যাওয়ার পর বুঝতে শিখেছি ভালোবাসা কী।
তাহলে বলো ভালোবাসা কি ?
শুনে কি হবে ?
জানতে চাই।
এখন জেনে কোন লাভ নেই, জানার সময় অনেক আগেই মাড়িয়ে গেছো।
তবুও বলো শুনি।
এখন আমি আর কারো বাধ্য নই।
ছবি
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ১:২৪