বিভিন্ন সময়ে ছবিগুলো তোলা। পিসিতে কিছু খুঁজতে গিয়ে কয়েকটা ছবি বের হলো, মনে হলো পোস্ট দেই। কিন্তু কি খোঁজা শুরু করেছিলাম সেটা আর মনে নেই। আমি পেশাদার ফটোগ্রাফার নই মোবাইল আছে তাই ছবি তুলি। এতক্ষণ বাকবাকুম বাকবাকুম করলাম ছবি যেন প্রথম পাতার সম্পূর্ণ জায়গা দখল না করে তাই। এবার তবে শুরু হোক
একটা প্রতিষ্ঠানের আলোকসজ্জা
একই প্রতিষ্ঠানের আরেকটা ছবি
দোকান বা বড় গাড়ীতে লেখা দেখেছি “মা বাবার দোয়া”, মটর সাইকেলে দেখা এটাই প্রথম।
মাছ ধরার প্রস্তুতি
বাঘ রাজত্ব করে জঙ্গলে আর বাঘের মাসী অফিস আদালতে।
এক ঝাঁক পায়রা উড়ছে আকাশে
আমের শহরের ছবি
এই ছবিটা কোন একটা মেলা থেকে নেয়া
বাসায় ফেরার পথে হঠাৎ দেখলাম, ছবি তুলবো কিনা ভাবতে ভাবতে তুলেই ফেললাম
ছবি দেখা শেষ হলে ট্রেনে করে বাড়ি যেতে পারেন
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৭