২০০৭ সালে অপরিচিত শিল্পীর কন্ঠে একটি গান শুনে আমি বিমোহিত হয়ে যাই। যাঁর কন্ঠে ছিল অসম্ভব মাদকতা। সেই কন্ঠের গান অটো-প্লে দিয়ে কতবার যে শুনেছি তার হিসাব নেই, কিন্তু শোনার তৃষা মেটে না।
বলছিলাম উস্তাদ রশিদ খান এর কথা। উনি ১৯৬৮ সালের ১ জুলাই মাসে ভারতের উত্তর প্রদেশের বুদাউনের সহসওয়ানে সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে কঠোর নিয়মানুবর্তীর মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতে সাধনা শুরু করেন। তিনি যখন শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন সেসময় তৎকালীন পণ্ডিত ভীমসেন জোশী মন্তব্য করেছিলেন যে, রশিদ খান হলেন "ভারতীয় কণ্ঠ সঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা" ।
উস্তাদ রশিদ খান শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হলেও বিভিন্ন মুভিতেও গান করেছেন। গুণী এই ওস্তাদ বিভিন্ন পুরষ্কারের পাশাপাশি ভারতের সবচেয়ে সম্মানীয় পদক “পদ্মশ্রী” (২০০৬) এবং “পদ্মভূষণ” (২০২২) অর্জন করেছিলেন।
আমার প্রিয় শিল্পীর কন্ঠে নতুন করে আর কোন গানের সুর ফুটবে না। প্রস্টেট ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সূত্র-১
সূত্র-২
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০