হে মাতৃভুমি, তুমি আমাদের ক্ষমা কর
আমরা সেই কপোট জাতি
যারা আজও তোমার স্বাধীনতা নিয়ে
বিবেকের কাছে প্রশ্ন করি
এটাই কি আমাদের সেই স্বাধীনতা?
আজ বিচারালয় থেকে ফুটপাত পর্যন্ত
স্বাধীন স্বত্তাটিই যেন বিকিয়ে গেছে,
মুখ আছে কথা আছে,
শুধু যেন বলাই নিষেধ।
সাংসদ থেকে মিডিয়া,আইন বা আদালত
সব যেন শুনশান, ও যে ধারা ৫৭।
দেখা যাবে, শোনা যাবে,কিছু বলা যাবে না
এর নামই স্বাধীনতা,ভোটও দিতে হবে না।
সরকারি অফিস বলেন,কিংবা শিক্ষালয়
সব খানে রাজকুটনীতি,করে চলছে ত্রাস।
দেশ হয় ডিজি টাল,ব্যাংক হয় খালি
দেশের টাকায় বিদেশী ব্যাংক,হয় শুধু ভারি।
নীতির কথা মুখেই শুধু, টাকা ছাড়া কাজ
হয় বলে জানিনা,ফখরুদ্দিন ছাড়া।
ওল্টো রাজার ওল্টো দেশ, ওল্টো সব আইন
পাবলিগ মারার ফন্দি ফিকির,করেই যাচ্ছি জারি,
আমরা হলাম সাধারন,ওরা হচ্ছে এলিট
আমরা মরি দেশে,ওরা যায় বিলেত।
দিবস এলে দেশের টাকায়,কিছু গুনকীর্তন করি
বছর বছর ওয়াদা আর বুদ্ধিজীবীদের স্মরন করি
স্বাধীনতা পেয়েছে তারা,এরা যারা এলিট শ্রেণী
আমরা পেয়েছি দুমুটো ভাত,হয়তো এটাই স্বাধীনতা!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩