১। মানুষের জীবনটা একটি দাবা বা সাপ লুডু খেলা।এখানে সবাই
সুযোগের অপেক্ষায় থাকে।সুযোগ পেলেই একজন আরেকজন কে
কেটে ফেলতে দ্বিধা করে না।
২।পৃথিবীর দুইজন মানুষই স্বার্থহীন ত্যাগ করে। আর তারা হচ্ছে
বাবা মা। বাকিগুলি মেকিস্বার্থছাড়া কিছু নয়।
৩। আমার কাছে মনে হয় মানুষের জীবনটা একটি অভিনয় মঞ্চ।
কেউ ভাল থাকার জন্য অভিনয় করে,কেউবা আপনজনকে
ভাল রাখার জন্য বাধ্য হয়ে অভিনয় করে।
৪।সমস্যা ও চাহিদা এমন একটা জিনিস যা কখনও
শেষ হয় না। যদি নিজে নিজে সমস্যাগুলি নিজের মনে করে ভাবি
তবে তার সমাধান সম্ভব।নাহলে নয়।
যা আছে তাতেই তৃপ্ত থাকা চাহিদার অসীম স্তর।
এটাই চাহিদার সুখী সীমারেখা।
৫।কাউকে দোষ দেওয়ার আগে তার কথা শোনা উচিত।
তবেই ন্যায্য বিচার প্রতিষ্টা করা সম্ভব।
৬। যে মানুষকে ভালবাসে,সে মানুষের ভালবাসা পায়।
যদিও সেটা অনেক পরেও হয়।
৭। জীবনে যেমন টাকার প্রয়োজন আছে,তেমনি সম্পর্ক ও ভালবাসারও প্রয়োজন আছে, টাকা মানুষকে চিন্তামুক্ত রাখে কিন্তু সম্পর্ক এ ভালবাসা মানুষকে
উদার ও পরোপকারি হতে সাহায্য করে
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫