১। নগদে যা পাও হাত পেতে নাও
বাকির খাতা শূন্য থাক
দূরের বাদ্য লাভ কি শুনে
মাঝখানে যে বেজায় ফাঁক।
২। আগামীকাল কি হবে তা আজকে ভেবে মর্মাহত হওয়ার কিছু নেই।
আমি, আপনি যেটা হবে ভেবে কষ্ট পাচ্ছি তা আগামীকাল
নাও ঘটতে পারে।সুতরাং বাস্তবকে মোকাবেলা করার ভরসা
রাখাই বুদ্ধিমানের কাজ।
৩।টাকা এমন এক জিনিস, যা দূর্জনকে আরও অহংকারি করে।
যে যত টাকার মালিক, তার অপরাধ প্রবণতা তত বেশি।
কারন এই টাকায় তাকে অপরাধে ইন্ধন যোগায়।( মেজোরিটির ক্ষেত্রে
প্রযোজ্য।)
৪।ব্যাংক তাকেই ঋন দেয়, যার টাকার প্রয়োজন নেই।
সুতরাং ব্যাক গরীবদের জন্য কোন কল্যান করে বলে আমার মনে হয় না
৫।জীবনে কারও উপর খুব বেশি ভরসা রাখবেন না, কারন অন্ধকারে আপনার ছায়া ও আপনার কাছ থেকে দূরে সরে যায়।
৬। কর্ম ব্যস্তজীবনে মাঝে মাঝে আপনার জীবন ও পারিপার্শ্বিক নিয়ে চিন্তা করুন
এতে আপনাকে বিপদে সঠিক সীদ্ধান্ত নিতে সাহায্য করবে।
৭। জীবনের বিকল্প কিছু হয় না, তাই যতখন বেচে আছেন,
হাসিখুশি থাকুন।অন্যকে বিপদে সাহায্য করুন
৮। সংসার ও চাকুরি দুটি একত্রে চালানো কষ্ট হলেও একটির জন্য আরএকটি দরকার, একটি না থাকলে আরএকটি মূল্যহীন মনে হয়।
৯। কোন সমস্যা চিরস্থায়ী নয়, একসময় তা সমাধান হবে।
১০। একজন মানুষের ভাল দিকটা দেখা উচিত কারন,সব মানুষ এক নয়।
ভুলের উর্দ্ধে কেউ নয়।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬