মাহে রমজান মাস আমাদের মাঝে সহনশীলতা ও ধৈর্যের প্রতীক। অন্যান্য মাসের চেয়ে এ মাসের ফযিলত অনেক বেশি। আমাদের দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। তাই এ মাসে অনেক কিছু পরিবর্তন লক্ষ করা যায়। এই পরিবর্তনগুলি নিয়ে আমার লেখা।যদি এমন হত:
১। রমজান মাস রোযা রেখে অফিসে গিয়েছি।ইসলামে ঘুষ হারাম। এই একমাস আমরা ঘুষ নেব না,ঘুষ দিব না। জেনুয়েল ভাবে কাজ করব।
২। অশালীন গান বাজাব না।স্টার জলসা দেখব না।
৩। রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা সাধারন সর্বস্তরের মানুষ নিছক কাঁদা ছোড়াছুড়ি করব না। ব্যাক্তিগত শালীনতা রক্ষা করব।
৪।শ্রমের নায্য মজুরী দিব। কারও হক নষ্ট করব না।
৫। নিজ নিজ অবস্থান থেকে সবাই একে অন্যকে স্বার্থ ছাড়া সাহায্য করব।
৬।মিথ্যা কথা বলব না,পরনিন্দা করব না।
৭।প্রতিদিন একটি করে হলেও ভাল কাজ করব।
৮।অন্তত এ মাসের অসিলায় হলেও মা বাবার দিকে,পরিবারের দিকে সুনজরে দেখব। তাদের সুবিধা অসুবিধা জানব। সাধ্যমত সমাধানের চেষ্টা করব
৯।বিলাসীতা করব না। অপচয় করব না।
১০। গরিব মানুষকে সুনজরে দেখব। তাদের কষ্টগুলি অনুধাবনের চেষ্টা করব
সর্বোপরি মঙ্গলজনক কাজ করার চেষ্টা করব।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:২৯