বাংলাদেশের জন্ম, এক রক্তাক্ত ইতিহাস
সেই ৫২ থেকে ৭১।
অসীম সাহসী সেই সালাম, বরকত থেকে
বঙ্গবন্ধু শেখ মুজিব।
যারা ত্যাগের মহিমায় আকাশচুম্বী
অট্টালিকাকে হার মানায়,
পেয়েছি স্বাধীনতা, তাদের মহিমায়।
আমরা তোমাদের ভুলবনা ঠিকই,
ভুলে যাব তোমাদের নীতি ও চেতনা
তাই আজ, আমরা স্বাধীনতা পেয়েছি তবে
স্বাধীন হতে পারি নাই।
আজও এদেশে সেই জুলুম, শোষণ
স্বজাতিয় কিছু চেতনাবাজ,
রাজনৈতিক কিছু কুলাঙ্গার ও দালাল
দেশটারে করছে খেয়ে অন্তসার।
গনতন্ত্র নামে নতুন ফন্দি
আজও আমাদের চুষে খায়,
স্বাধীনতার নামে, মুক্তিযোদ্ধার নামে
আজও তারা,নাম ভাঙিয়ে খায়।
আমরা চেয়েছি মুক্তির স্বাধীনতা
সমৃদ্ধ দেশ ও জাতি
যে দেশ হবে সোনার বাংলা
প্রিয় স্বাধীন মাতৃভুমি।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ রাত ১২:১৯