বিরাট একখান সুখবর পাইলাম মেইলে।রেপিডশেয়ার নিয়ে ভাবনার দিন শেষ হল। আর ঐ সব ভাইরাস ভর্তি প্রিমিয়াম লিংক জেনারেটর সাইটে যাওয়া লাগবে না। হাজার হাজার অ্যাডের মধ্যে কোন ফাঁকে ছোট করে ডাউনলোড বাটন লুকিয়ে রাখে খুঁজে পাওয়াই মুশকিল হয়। আবার কত শর্ত....... কয়েকঘন্টা পরেই ফাইল ডিলিট করে দেয়। ডাউনলোড হোক আর না হোক।
এই মাত্র এন্টারআপলোড ডট কমের মেইল পেলাম। তারা জানিয়েছে তাদের মালিকানা পরিবর্তন হয়েছে। নতুন প্রশাসন আরও সার্ভার অ্যাড করছে। এখন থেকে ইউজারগণ সরাসরি রেপিশেয়ার থেকে ফাইল লিচ করে নিজের অ্যাকাউন্টে রাখতে পারবেন। ফাইলগুলোর ডিরেক্ট ডাউনলোড লিংকও পাওয়া যাবে (এটা মিথ্যা কথা, আসলে ডিরেক্ট ডাউনলোড হয় না, চেক করেছি)!!! এত বড় সুখবর তাড়াতাড়ি শেয়ার করলাম

খালি একটু কষ্ট করে enterupload.com এ একটা ফ্রী একাউন্ট খুলতে হবে। ব্যাস!!!
১০০ গিগাবাইট স্টোরেজ আর ৫০০ মেগা আপলোড লিমিট।
আপডেট: রেজিষ্ট্রেশন নিয়ে শুরুতে সমস্যা থাকলেও এখন রেজিষ্ট্রেশন করা যাচ্ছে। সম্ভবত তাদের সার্ভার আপগ্রেডের কারণে সমস্যা হচ্ছিল।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫