পোর্টেবল সফটওয়্যারগুলোর বড় সুবিধা হল এগুলো চালাতে অ্যাডমিনিস্ট্রেটর এক্সেস লাগে না। মূল অপারেটিং সিস্টেমে এগুলো কোন ছাপ রাখে না। যখন তখন যে কোন কম্পিউটারে ব্যবহার করা যায়। পেনড্রাইভে করে বহন করা যায় এবং পেনড্রাইভ থেকেই চালানো যায়। উইন্ডোজের জন্য অনেক সফটওয়্যারেরই পোর্টেবল ভার্সন পাওয়া যায়। এগুলো সবাই জানেন এবং ব্যবহার করেন। কিন্তু, অনেকেই মনে হয় জানেন না যে লিনাক্সের জন্যও পোর্টেবল সফটওয়্যার আছে। এখানে আমি যে সফটওয়্যারগুলোর কথা বলব সেগুলো উবুন্টু ও উবুন্টুর মডিফায়েড ভার্সনের জন্য তৈরি (সুপার ওএস,লিনাক্স মিন্ট ও উবুন্টু মিনি)। দুটি উৎসের কথা বলব যেখান থেকে আপনি এই পোর্টেবল সফটওয়্যারগুলো পেতে পারেন।
প্রথমেই বলি Project Klik এর কথা। পোর্টেবল সফটওয়্যারের একটা বিশাল কালেকশন রয়েছে এদের। হোমপেজে গেলেই ক্যাটাগরী অনুযায়ী সফটওয়্যারের লিস্ট দেখতে পাবেন। সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে Klik ক্লায়েন্ট। ভাববেন না শুভঙ্করের ফাঁকি! ক্লায়েন্টা চালাতেও আপনার অ্যাডমিন এক্সেস লাগবে না! এখানে আপনি পাবেন ফায়ারফক্স,ওপেন অফিস, ওপেরা, পিকাসা,স্কাইপি, রিয়েল প্লেয়ার সহ আরও অনেক সফটওয়্যার। প্রোজেক্টের ঠিকানা http://klik.atekon.de
অন্য আরেকটা প্রোজেক্টে উবুন্টুর পোর্টবল পাওয়া যায় যার নাম Hacktolive। এখনে পাবেন গুগল ক্রোম, গুগল আর্থ,ফায়ারফক্স ৩ ও ৩.৫, স্কাইপি, ফিউরিয়াস আইএসও মাউন্ট, রিয়েল প্লেয়ার, ওপেরা, ফাইলজিল্লা, ফক্সিট রিডার ইত্যাদি। এগুলো চালাতে হলে আপনার Runz framework থাকতে হবে। এক্ষেত্রেও আপনার অ্যাডমিন এক্সেস লাগবে না! এখানে সফটওয়্যার আর ফ্রেমওয়ার্ক দুটোই পাবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৭