আমার মত যারা সামুতে নতুন তারা জানেন না ২০০৫ সালে শুরুর সময় কেমন ছিল সামহয়্যার ইন ব্লগ। পোস্টগুলো কিভাবে ডিসপ্লে করা হত, ব্যানার কেমন ছিল, ফন্ট কেমন ছিল.... কত রকম পরিবর্তনের পর আজকের সামহয়্যার ইন এ অবস্হায় এসেছে... আজ তাই বিভিন্ন সময়ে সামহয়্যার ইনের স্ক্রিনশট নিয়ে "যুগে যুগে সামহয়্যার ইন”। যুগে যুগে কথাটা আক্ষরিক অর্থে নয়, শুনতে ভাল লাগে তাই দিলাম।
২০০৫ সালের ডিসেম্বর। সার্চ করার কিওয়ার্ড দেয়াই আছে!!! বাঁধ ভাঙ্গার আওয়াজের নিচের আইকনগুলো কিন্তু অন্য সাইটের লিংক! বড় করে দেখুন Click This Link
ফেব্রুয়ারী ২০০৬। সবার আগে টার্মস এন্ড কন্ডিশনস সত্য তাহার উপরে নাই বড় করে দেখুন Click This Link
নভেম্বর ২০০৬। বাম দিকে নিচে দেখুন, সপ্হাহের সর্বোচ্চ ব্লগার! বড় করে দেখুন Click This Link
মে, ২০০৭। বৈশাখ বৈশাখ ইমেজ, কেন, কে জানে। নিচে বামে দেখুন, এখন আর সপ্তাহের না শুধু সর্বোচ্চ ব্লগার! বড় করে দেখুন Click This Link
অক্টোবর ২০০৭। ডান দিকে উপরে, এসএমএস ব্লগিং? বড় করে দেখুন Click This Link
এটাও অক্টোবর ২০০৭। বিজ্ঞাপন নাকি? আগেও বিজ্ঞাপণ ছিল? আমি তো জানতাম লাল একটেলই প্রথম
ডিসেম্বর ২০০৭। নির্বাচিত পোস্টের তালিকা হোমপেজে। বড় করে দেখুন Click This Link
প্রায় এখনকার চেহারা। নীল একটু কম ছিল কি? বড় করে দেখুন Click This Link
কি অস্হিরতা ছিল ব্লগে??? বড় করে দেখুন Click This Link
পুরো পেজের স্ক্রিনশট দিচ্ছি না কারণ সেটা ব্লগ পেজে ভালমত বোঝা যাবে না। জুম করে দেখতে হবে। ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে
কোথায় পেলাম স্ক্রিনশট? Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২