ব্রাত্য রাইসু: রাহমান ভাই কি এখন সিরিয়াস হইয়া গেছেন?
শামসুর রাহমান: আমি সিরিয়াস হয়ে গেছি মানে?
রাইসু: এই যে ফাজলামী করতে মানা করলেন।
রাহমান: করো তো, তুমি তো করো। ভাষা চেন্জ্ করে ফেললে তুমি। ওই ভাষায় কথা বলো?
রাইসু: হ্যাঁ, ওই ভাষায়ই তো বলি।
রাহমান: ওই ভাষায় এখন তো বলছো না।
রাইসু: লিখলেই দেখবেন ওই ভাষায় চইলা গেছি। এই যে গেলাম গিয়া। না, আমি ওই ভাষায়ই বলি তো।
রাহমান: তাই? সত্যি নাকি?
রাইসু: সত্যি, সত্যি।
রাহমান: সত্যি?
ব্রাত্য রাইসুকে ধন্যবাদ কবির এই দুর্লভ সাক্ষাৎকার প্রকাশ করার জন্য। কপিপেস্টের অপরাধ থেকে বাঁচার জন্য বাকীটুকু দিলাম না। ওখানে গিয়েই পড়ুন-
http://arts.bdnews24.com/?p=1833