এই ছবিটা অনেকেই চিনতে পারবেন হয়তো।২০০৯ এ মুক্তি পাওয়া Disney এর Animated Film Up . এই ছবি দেখে খুব যেতে ইচ্ছে করেছিল paradise falls এ। কিন্তু এইটা তো মুভি বাস্তবে কি আর সম্ভব ! আসলেই সম্ভব, সব Animated Film কাল্পনিক না , অনেক ঐতিহাসিক স্থাপনা থেকে Inspire হয়ে তৈরি করা হয়। এই যেমন Finding Nemo অস্ট্রেলিয়ার সিডনী, Tangled (2010) Normandy র দুর্গ থেকে এরকম আরও আছে। যাই হোক,
এখন আসি Paradise Falls এ।
হ্যা এটা হচ্ছে Paradise Falls এর আসল ছবি, যার আসল নাম Angel
Falls. পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা প্রায় ১০০০ মিটার। ভেনেজুয়েলার সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্প।Discovery Channel অনেক আগে Devil’s canyon ও Angel Falls এর উপর একটা ডকুমেন্টরী দেখেছিলাম। তখন থেকেই এই ঝর্ণাটার প্রতি আকর্ষণ তৈরি হয়।এইটার অবস্থান দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা তে , বলিভার প্রদেশের গ্রান সাবানা অঞ্চলে Auyantepui Mountain বা Devil’s canyon এ।
১৯৩৫ সালে আমেরিকান পাইলট জিম্মি অ্যাঞ্জেল প্রথম এই পর্বতের চূড়ায় ল্যান্ড করেন। অবশ্য তার উদ্দেশ্য এই ঝর্ণা আবিষ্কার ছিল না, তিনি গিয়েছিলেন স্বর্ণের সন্ধানে। অবশ্য তারও আগে স্যার ওয়াল্টার রেলিই প্রথম European হিসেবে এই Tepui Mountain ব্যাপারে বলেন। । অনেক জায়গায় যেতে ইচ্ছে করে এই যেমন, জর্ডানের পেট্রা, ভারতের তাজমহলে, ভিয়েতনামের হালং বে , নরওয়ে যেখানে মধ্য রাতেও নাকি সূর্য ডুবে না।Angel Falls এর আরেকটা ছবি দিয়ে শেষ করলাম। খোদাহাফেজ।