মার্গারেট বেকেমা, বয়স ৯৭ বছর। তিনি গ্রান্ড র্যাপিডস ক্যাথলিক স্কুলে পড়াশোনা করতেন। তার মায়ের ক্যান্সার ধরা পড়ার পরে ভাই বোনদের দেখাশোনা এবং অসুস্থ মায়ের সেবা করার কারনে তাকে ১৯৩২ সালে তার স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। ১৯৩৬ সালে তার হাই স্কুল গ্রাজুয়েট হওয়ার কথা ছিলো। ৭৯ বছর পরে এক আত্মীয়ের প্রচেষ্টায় তিনি সম্মানসূচক ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।
ডিগ্রি পাওয়ার পরে বেকেমা বলেন, " thank you from the bottom of my heart, I had to quit school to take over the family. It was hard, you have no idea how hard that was. I loved high school and I had lots of friends."
কেন্দ্রীয় প্রধানশিক্ষক গ্রেগ ডেজা বলেন, “her life has been one of sacrifice and service. It has been so encouraging and inspiring for our community because her choices represent all the core values that we teach our students.”
সার্টিফিকেট হাতে পাওয়ার পরে বৃদ্ধার কান্না এবং উচ্ছাস দেখে মনে হলো খবরটি তোমাদের সাথে শেয়ার করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১