দুইটি ডানায় ভর করে আমি উড়ে বেড়াই ছন্দে, আনন্দে/
৩৬০ ডিগ্রি চোখ দিয়ে পুরো পৃথিবীটাকে একবারে দেখে ফেলার সুপ্ত বাসনা আমার মনে প্রোথিত/
আমি উড়ে বেড়াই কল্পনার প্রতিটি চূড়ায়/
পার্থিব সকল উষ্ণতায় নিজেকে আবেশিত করি পরম উচ্ছলতায়/
আমি স্পর্শ করি ঘাস, আমি অনুভূতি নিই ফুল হতে, আমি নিজেকে এলিয়ে দিই স্নিগ্ধ বাতাসে/
আমি সৌন্দর্য আস্বাদনকারী এক ক্ষুদ্র ঘাসফড়িং মাত্র/
আমার পাখায় ভর করে থাকে রাজ্যের সুখতাড়না। আমি তাড়িত হই রঙিন স্বপ্নে/
এইতো সেদিন বসেছিলাম এক গুল্মডলে/ কান পেতেছিলাম দখিনা হাওয়ায়/
হেসে কুটি কুটি হয়েছিল ঝিঝি পোকার দল/
শুনেছি তারা নাকি সমস্বরে গেয়ে যাবে বেলা শেষের গান/ আর আমি ?
ঐযে স্বপ্ন তাড়নায় ঘুরে বেড়াবো এ ডাল থেকে ও ডাল/
সেদিন শুনেছিলাম ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীর কথোপকথন/
সুখ দু:খের যোজন বিয়োজনের অবশেষে যা রয়ে যায় তাতেই তাদের ভাবনার পসরা/
আমি হেসেছিলাম, আর গুনেছিলাম ঝড়ের বেগে বয়ে চলা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণ/
বৃষ্টি ভেজা পাতার আড়ালে বসে আমি অনুভবি, ফিঙেদের বিষাক্ত দৃষ্টিবাণ/ এলোমেলো ক্ষণ সাক্ষী থাকে নিথর কাকতাড়ুয়ার শীতল দৃষ্টি আর ব্যর্থ আস্ফালনে/
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯