কোনো এক শীতে এক ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। ছোটবেলায় ওয়াজ মাহফিলে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল জিলাপি, মুরালি, চটপটি, মিষ্টি পান এইসব খাওয়া।
মাহফিলের বাইরের রাস্তায় চরম ভীড়। একটি মিষ্টি পান কিনে দোকানের সামনে দাঁড়িয়েই পান টা মুখে পুরেই আরামসে চিবুচ্ছি। এমন সময় ভিড়ে পেছন থেকে কেউ মৃদু ধাক্কা দিলো। ভাবলাম - মানুষের ভিড় বেড়ে গেছে। দাঁড়িয়েই রইলাম।
আবার মৃদু ধাক্কা। এবার ধাক্কা দিয়ে ই থেমে নেই , বরং মৃদু ধাক্কায় আমাকে সামনের দিকে এগিয়ে নিতে লাগলো। খুব বিরক্ত হলাম। কি এমন ভিড় হলো যে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে !!!!!
বিরক্তির সাথে পেছনে ফিরে তাকাতেই আমার চোখ ছানাবড়া ! সেই ছানাবড়া চোখেই দেখতে পেলাম বড় করে লিখা - "মেঘালয় ট্রান্সপোর্ট লি:/ ঢাকা টু পলাশ (ভায়া ঘোড়াশাল )........!!
বুকের ভেতরে হৃদপিন্ড নামক যন্ত্র টি যদিও সর্বদা কম্পমান, তারপর ও তা যেন রেগুলার কম্পনের কয়েকশো গুন বাড়িয়ে দিয়ে কেঁপে উঠলো। হ্যা !! এতক্ষন আমাকে বাস বাবাজি ই মৃদু ধাক্কা দিচ্ছিলো। পাশে সরে যন্ত্র দানবের মৃদু মশকরা তে কিছুক্ষন স্তম্বিত হয়ে থাকলেও পরক্ষনেই হেসে উঠলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০