আপনাদের কাছে আমার একটা আবদার এই নিউজটা পুরো অনলাইনে ছড়িয়ে দিবেন।
সবার সচেতনতা এবং প্রতিবাদ অবশ্যই জরুরী।
আপনাদের একটিভিটিতে এই অন্যায়ের হয়ত একটা সুবিচার হতে পারে।
বাচতে পারে ভবিষ্যতে নীরিহ কোন মানুষ
*****************************************************
আপনার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ব্যস আপনাকে চোর বা পকেটমার বলে গনধোলাই দেয়াটা একেবারে স্বাভাবিক। আমরা অনেকরকম ঘটনাই শুনি এড়িয়ে চলি সেগুলা। কারণ আমারতো কিছু হয়নি। একটু খেয়াল করেন কালকে আপনাকেও তো এরকম পরিস্থিতির স্বীকার হতে পারে।
এই ঘটনাটি আমাদের পরিচিত ভোরের শিশির এর চাচার ঘটনা। একজন সম্ভ্রান্ত মানুষ। দেখলেই বুঝা যায় ভদ্র, মাজির্ত এবং অভিজাত। ঈদের আগেরদিন উনি কেনাকাটা করতে সানমার ওশান সিটিতে যান। বিভিন্ন দোকানে কেনাকাটা করে সর্বশেষ। জুতার দোকানে যান জুতা কিনতে। সেখানে কোন এক কর্মচারীর সাথে সামান্য কথাকাটাকাটি হবার পর তাকে চোর বলে বেধড়ক মারপিট করে। এর পর হাতপা বেধে ফেলে রাখা হয়। এর মধ্যে প্রচন্ড মারপিট করে তার কাছ থেকে সাদা কাগচে সাইন নেয়া হয় পরে যেন মামলা করতে না পারে। দোকান বন্ধ করার পর আবার মারপিট করে পরে মৃত ভেবে রাস্তায় ফেলে দেয়। মার্কেটের সামনে পুলিশ ছিলো মার্কেটের নিরাপত্তারক্ষীরা ছিলো তাদের হাতে সোপর্দ করতে পারত। তারা সিসিটিভি ক্যামেরা চেক করলেইতো বুঝত সে চোর কিনা।
হায়রে মানুষের বিবেক। হায়রে মানবতা। এভাবে কখন আপনার আমার ও এ ঘটনার শিকার হতে হয় তার ঠিক নেই। তাই সবার দরকার সচেতনতা। আর প্রতিরোধ। এদের মানসিকতা চেঞ্জ হবে তখনি যখন এসব ঘটনার উপযুক্ত বিচার হবে শাস্তি হবে।
এক সপ্তাহ আগে ঘটে যাওয়া সানমার ওশান সিটি তথা বাটা শো রুমের ঘটনার তদন্ত রিপোর্ট পুলিশ এখনও দিতে পারেনি। নীরব মার্কেট সমিতিও।
সংগৃহিত খবরটা দেখুন
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯