যবে অনুভূতির থার্মোমিটারে পারদ নিচু,
কবিতা কবির ছাড়তে চায় না পিছু।
শীর্ষ সুখের উষ্ণতায়' যবে তা শিখরে,
কবিতা তবু থাকে' যায় না ছেড়ে।
হিরো হতে হয়' না হয় হতে হয় জিরো,
মাঝামাঝিতে থাকলে হয় মরো নয় মারো।
আমায় আবার সুখে বা মিশ্র অবস্থায়-
কবিতা শুধু শুধু দুখের সাগরে ভাসায়।
তাই লিখা হয় নি আধো সুখে দুখের কবিতা,
সুখ আমার বিক্রি হবে' আছে কোন ক্রেতা?
কষ্ট দেবে? নষ্ট সময়ের কবিতা লিখতে চাই,
একটাই চাওয়া' আর কোন আবদার নাই।
একটাই চাওয়া' আর কোন আবদার নাই।