আজ একটা নতুন শব্দ শিখলাম।
"আইস(ICE)।"
কোন জিনিশ অপচয় করা ভালো না।ইয়াবা সেবনকারী ভালোই বুঝতে পারে হয়ত।তাই তারা "আইস"খায়
হয়ত অনেকেই ভাবছেন এর অর্থ "বরফ"সবাই জানে।কিন্তু এর বাইরেও তো অর্থ থাকতে পারে তা নয় কি???
বিশ্বে যত মাদকদ্রব্য রয়েছে আমার জানামতে তার মধ্যে সবচাইতে বেশি আসক্তি জাগায়"ইয়াবা"।
যার আঞ্চলিক নাম-:গুটি,বাবা।ইত্যাদি।
সেই ইয়াবা পুড়ে যেই পাউডার সৃষ্টি হয় তাই "আইস"নামে পরিচিত।
বাহ,আমি আজ নতুন কিছু জানলাম।কিন্তু দুঃখ হচ্ছে সেই কারণে যে আমাকে এর মানে বুঝিয়ে দিল,আমার অন্যতম এক বন্ধু।আজই আমি জানলাম সে ইয়াবা আসক্ত।নিজের কানকে বিশ্বাস করতে পারি নি।
ক্লাশ টেনে পড়া ছাত্র ইয়াবা আসক্ত???!!!!!
কিন্তু তাকে দোষ দিয়ে কি লাভ???
খোঁজখবর নিয়ে দেখি আমাদের এলাকার প্রায় অনেক ছেলেরই এই অবস্থা।
তার থেকেই জানলাম:প্রতি পিচ ইয়াবা ১০০-১২০টাকা।এবং সে সপ্তাহে কমপক্ষে ৩-৪ টা সেবন করে।প্রতি সপ্তাহে ছয়-সাতশ টাকা নেশার পেছনে খরচ করা আমার ধারনার বাইরে ছিল।তাও, আবার দশম শ্রেণীর ছাত্র।
যেই ছেলের সাথে আমার দিনরাত উঠাবসা ছিল সেই ছেলে আজ ইয়াবা খোর।শুধু ইয়াবা কেনো?এহেন কোন মাদক নেই যা তারা সেবন করে নাই।
আমি চাইলেই আজ নেশার সাগরে ডুবতে পারি।তবুও সংযত যতটা সসম্ভব সংযত রাখা চেষ্টা করছি।জানি না,শেষ পর্যন্ত আমিই নাকি সেই "আইসখোর"দের তালিকা ভুক্ত হই।
তখন সবাই বলবে:-সঙ্গ দোষে, ফয়েজ ভাসে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪০