নিয়োগপ্রাপ্ত বিচারক রুহুল কুদ্দুসকে হত্যা মামলা থেকে অব্যাহতি
অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া রুহুল কুদ্দুস বাবুসহ নয়জনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশের বিরুদ্ধে করা আবেদনটি খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে এ রায় দেন।
রুহুল কুদ্দুসের কৌঁসুলি মুনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলাটি প্রত্যাহার আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে রায় দিয়েছেন আদালত। ফলে মামলা প্রত্যাহার বৈধ বলে প্রমাণিত হলো।
জানা যায়, ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা আসলাম হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর রুমমেট নায়েব আলী বাদী হয়ে রুহুল কুদ্দসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি রুহুল কুদ্দুসসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
চলতি বছরের ৮ এপ্রিলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা থেকে রুহুল কুদ্দুসসহ নয় আসামিকে অব্যাহতি দেন রাজশাহীর আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ২ মে রিভিশন মামলা করেন নিহত আসলামের বাবা জিন্নাত আলী। এর ওপর প্রাথমিক শুনানি শেষে ২৬ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ তা খারিজ করে রায় দেন আদালত।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ এপ্রিল সরকার হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়। তাঁদের মধ্যে ১৫ জনকে ১৮ এপ্রিল শপথ পাঠ করান প্রধান বিচারপতি। তবে রুহুল কুদ্দুসসহ অন্য দুজনকে এখনো শপথ পড়ানো হয়নি।
Click This Link
====================================
বিচারপতি আমার বাপ ,তাই সাত খুন মাপ
