ধরেন এমন যদি হয় আপনাকে কোন একটি অজানা গন্তব্যের উদ্দেশ্য গাড়ী চালিয়ে যেতে বলা হল কিন্তু সে যায় গায় যাওয়ার পূর্বের অভিজ্ঞতা আপনার নেই কিন্তু আপনাকে একা, এমনকি সে স্থানে কেও পথ দেখাবার নেই? রিতি মত কারো জন্য একটি বিপদের কারন হয়ে দাড়াবে কারণ সেখানের রোড ঘাট কি ভাবে চিনবে?
এই অবস্থা থেকে বাচতে হলে আপনাকে একটি ম্যাপ বা দিক নির্দেশনা কারি ব্যাক্তি বা পথের শুরুতে দিক র্নিদেশনা কারী সাইন বোর্ড প্রয়োজন হবে। আর যদি এমন হয়। এর কিছুই দরকার নেই আপাকে কিভাবে যেতে হবে রাস্তাটি দেখতে কেমন আপনাকে দেখানো যায় তাহলে আপনার কাছে ঐ গন্তব্যে যাওয়া আর কোন কষ্টের কারণ হবে না। আর এই অবস্থা থেকে ফায়দা হাসিল করার একটি উপায় হল Google Street View service।
উনত বিশ্বের প্রায় সব গুলো দেশে Google তাদের street view service চালু করেছে। এবার প্রথম বাংলাদেশে ঢাকা টিচাগাং রুটে তাদের এই সার্ভসটি চালু করার জন্য সকল কাজ প্রায় শেষ করে এনেছে। অল্পদিনের মধ্যে তারা এই service চালু করবে।
Google Street View service ২০০৭ প্রথম আমেরিকার কিছু শহরের রাস্তায় চালু করে আর তা জুন ২০১২ তে ৫০ লক্ষ রাস্তা প্রায় ৩৯ টি দেশ এবং ৩ হাজার শহরে কাভার করেছে।
এবার আসুন কি ভাবে আপনি Google Street View service পেতে পারেন।
খুব সোজা Google map view option এ গিয়ে কোন রাস্তায় যদি Google Street View service এর ক্যামেরা ছবি নিয়ে থাকে তাহলে closely view করলেই দেখা যাবে।