বাংলাদেশ সরকার ২০০৯ শালে অনলাইন লেনদেনের সুবিধা অনুমোদন করেন এর পর স্টক এক্সচেঞ্জের শেয়ার লেনদেনর সুবিধা চালু করা হয়েছে। এখন শেয়ার বাজারের বিনীয়োগ কারী বাসায় বসে একটি বিশেষ সফটওয়ার এর মাধ্যমে ব্রোকার হাউজের কার্যক্রম পরিচালনা করতে পারবে। আজ বিডি নিউজ ২৪ এ নিউজটি দেখুন :
ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনলাইনে লেনদেনের ব্যবস্থা চালু হয়েছে। ফলে বিনিয়োগকারীরা ঘরে বসেই লেনদেন করার সুযোগ পেয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টায় অনলাইনে লেনদেনের জন্য এমএসএ প্লাস (মেম্বার সার্ভার অ্যাপ্লিকেশন) সফটওয়ার উদ্বোধন করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (সিএসই) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
এ সফটওয়্যারের মাধ্যমে এখন যে কোনো ব্যক্তি ব্রোকারেজ হাউজে উপস্থিত না হয়েও ইন্টারনেটে শেয়ার কেনা ও বিক্রির ফরমায়েশ দিতে পারবেন।
এ সময় ডিএসই সভাপতি রকিবুর রহমানসহ ডিএসই পরিচালক ও সদস্যবৃন্দ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খানসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসইসি চেয়ারম্যান বলেন, “নতুন সফটওয়ার চালুর ফলে বিনিয়োগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও লেনদেন করতে পারবে যা পুঁজিবাজারের জন্য অনেক ভালো হবে।”
নতুন পদ্ধতি চালুর ফলে বাজারে স্বচ্ছতা বাড়বে বলে তিনি মনে করেন।
আগামী অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এম খায়রুল হোসেন বলেন, “এটাই একমাত্র খাত যেখানে বাজেটে সব দেওয়া হয়েছে, কিছু নেওয়া হয়নি।”
ব্রোকারেজ হাউজে চালু হওয়া নতুন সফটওয়ার নিয়ে রয়েল সিকিউরিটিজের লেনদেন করা বিনিয়োগকারী আবুল বাশার জানান, নতুন ইন্টারফেজে ফন্টের আকার আগের ইন্টারফেজের তুলনায় ছোট। এটি আরও বড় হলে ভালো হয়।”
ইতিমধ্যে অনলাইনে টেক্স দেয়ার সুবিধা সংযোজিত হচ্ছে। যা সরকারের কোষাগারে রাজস্ব জমার পরিমান বৃদ্ধি পাবে।
বাংলাদেশ অনলাইনের অন্যান্য সুবিধাদি পেতে পারলে আরো ভাল হত। যেমন: বাংলাদেশ বিমানের টিকেট, রেলের টিকিট(যদিও সিমিত আকারে এস এম এস এর মাধ্যমে একটি সুবিধা আছে)। ভুমির খাজনা, ফোন, গ্যাস, বিদ্যুৎ বিল ইত্যাদি।