হে এমনই লিখে অনেক কষ্টে একটি পোষ্ট দিয়েছেন কুয়েত নিবাসী এক বাংলাদেশী ভাই। ফুটে উঠেছে তাদের বর্তমান অবস্থার কথা। তারা তাকিয়ে আছে আমাদের দিকে আমরা কেও কি কিছু করতে পারি তাদের জন্য। আসলে তাদের জন্য বললে কম বলা হবে আমাদের দেশের জন্য বলতে হবে। আমাদের দেশের এই জনশক্তিই আমাদের বিশ্ব মন্দা অবস্থা থেকে বাঁচিয়ে রেখেছে। যেখানে গ্রিসের মত দেশে খাদ্য নিয়ে কারা কারি করছে। দেখুন এক সময় বাংলাদেশ থেকে প্রচুর লোক মালয়েশিয়া পাড়ি জমাত কিন্তু মাঝে থেমে যায়। এর জন্য আমাদের আমলাদের উদাসীনতাই দায়ী। অথচ সেখানে আমাদের বন্ধুরা বলেছে সেখানে বাংলাদেশীরা অনেক বেশী কর্মঠ। তাদের দিয়ে কঠিন কাজ গুলো করিয়ে নেয়া যায়। তাই সেখানে মালিক পক্ষের লোকরা বাংলাদেশীদের আশ্রয় দিয়ে রাখে অবৈধ শ্রমিকদের। সুখের বিষয় হচ্ছে এখন মালয়েশিয়া আবার বাংলাদেশীদের বৈধতা দিতে নিচ্ছে নানা উদ্যোগ।
আমরা জানি কিছু দিন আগে বাংলাদেশীরা কুয়েতের রাস্তায় আন্দোলন করে ছিল। তাদের আন্দোলনের যথেষ্ট কারণ ছিল। বেচে থাকার জন্য নূনতম মজুরী না পেলে কি আর করবে? তার উপর আমাদের দেশের আমলারা বিদেশ গেলে আমোদ প্রমোদে আর কেনা কাটায় ব্যস্ত হয়ে পরে। বাংলাদেশের মানুষের সুখ দুঃখের কথা সুনার সময় তাদের কোথায়? যার ফলে তারা নিজেরাই তার প্রতিবাদ করে। তাদের প্রতিবাদের ভাষাই ছিলা আন্দোলন।
এখন মূল কথা হল সর্বশেষ সংবাদ যা পেলাম বাংলাদেশীদের ব্যাপক ধরপাকর হচ্ছে। তাদের বিনা বিচারে জেলে পাঠানো হচ্ছে। অতি সত্তর তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। একটু ভেবে দেখুন লিবিয়ার শ্রমিক গন আমাদের দেশে চলে এসেছে। যার উপর আমাদের হাত নেই কিন্তু কুয়েত বাসী বাংলাদেশী শ্রমিক দের সমস্যা আমারা চাইলে সমাধান করতে পারি। সময় হাতে খুব কম প্লিজ ডু সামথিং......
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১২ দুপুর ১:০২