ঢাকায় সৌদি আরব দূতাবাসের এক কর্মকর্তা গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
খালাক আল আলী নামের ৪৫ বছর বয়সী এই সৌদি নাগরিক সে দেশের দূতাবাসের সিটিজেন অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ছিলেন বলে জানিয়েছেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাত একটার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কের ৯/এ নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাক আল আলী। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।”
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে এই সৌদি নাগরিকের মৃত্যু হয় বলে সহকারী কমিশনার জানান।
নূরুল আলম জানান, ঘটনাস্থলের কাছেই একটি বাসায় ভাড়া থাকতেন ওই সৌদি কর্মকর্তা। প্রায় প্রতিরাতেই কখনো সাইকেলে, কখনো পায়ে হেঁটে তিনি ওই রাস্তা দিয়ে চলাফেরা করতেন।
সন্ত্রাসীদের গুলি খালাকের বুকে লাগে বলে পুলিশ কর্মকর্তা জানান।
Click This Link