১।আপনি যদি সফরে থাকেন এবং কোন হোটেলে খেতে বসেন নিশ্চিত হোন সেটি কোন মুসলমানের হোটেল কিনা। সাধারনত মুসলমান হোটেলে কাবা শরীফ, মদীনা শরীফ-এর ছবি থাকে বা আল্লাহু, রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নাম লিখা থাকে। পূর্বে হিন্দুদের হোটেলে হিন্দু ঋষি, গণেষ ইত্যাদির ছবি থাকতো। বর্তমানে পরিচয় গোপন করে হোটেল চালানো হচ্ছে। যেখানে হালাল হারাম একাকার হয়ে গেছে। কেন?
২।আপনি যদি কোথাও ব্যবসায়িক প্রতিযোগীতায় থাকেন। যেমন- টেন্ডার ফেলা, সরকারের তরফ থেকে কোন বিষয়ের অনুদান বা অনুমোদন প্রয়োজন। তবে লক্ষ্য করবেন সেখানে কোন হিন্দু প্রার্থী থাকলে তার কাজ সহজেই সমাধা হচ্ছে। নেপথ্য কারণ অনুসন্ধান করুন। এমনটি হচ্ছে কেন?
৩।আপনি যদি আদালতে মামলা দায়ের করেন, আর আপনার শত্রুপক্ষ যদি হয় হিন্দু, তবে লক্ষ্য করবেন রায় আপনার বিপক্ষে আর হিন্দুর পক্ষে যাচ্ছে। বিষয়টি চিন্তার।
৪।আপনি যদি ভারত থেকে দ্রব্য আমদানী করতে চান তবে দেখবেন শুল্কের হার কমাতে হয় আমাদের দেশ থেকে।কিন্তু কোন আওতায় তাদের দেশের শুল্কমুক্ত হচ্ছে না। অথচ এদেশ থেকে দ্রব্য রপ্তানীর ক্ষেত্রে শুল্কমুক্তভাবে রপ্তানী করতে হচ্ছে।
৫।আপনি যে এপার্টমেন্টে (বিল্ডিং)এ থাকেন, খোঁজ নিয়ে দেখবেন আগে কোন হিন্দু পরিবার ছিল কিনা। এখন দু-চারটা হিন্দু পরিবার এসে জুটেছে। এরা কারা? তাদের থেকে সাবধান।
৬।আপনি যখন ফার্মেসী থেকে ওষুধ কিনবেন তখন দেখবেন আমাদের দেশের ওষুধের বিকল্প হিসেবে দোকানদার ভারতীয় ওষুধ দিচ্ছে। দামেও কম। কিন্তু এগুলো ক্ষতিকারক। সাবধান হউন। প্রেসক্রিপশনের বাইরে ওষুধ ক্ষেতে যাবেন না।
৭।আমরা প্রায়শই বলি ‘মাছে ফরমালিন আর ফলে কার্বাইড থাকে’। এগুলো ভারতীয় পণ্যগুলোতেই বেশি থাকে। কখনো বার্মার নামে, ভুটানের নামে এদেশে পন্য প্রবেশ করছে। কিন্তু কেন?
৮।আপনার অতি পরিচিত টিভি চ্যানেলের অনেকগুলোতেই ভারতীয় মালিকানা রয়েছে অথচ সেখানে হচ্ছে ইসলামী প্রোগ্রাম। ভেবে দেখুন আপনি কি ইসলাম শিখছেন।
৯।শেয়ার বাজার হঠাৎ করেই যখন রমরমা দেখবেন তখন ভাববেন মারওয়ারীরা টাকা লগ্নি করেছে। যে কোন সময় বাজার পতন এবং টাকা আত্মসাতের ঘটনা ঘটবে। আপনি সাবধান।
১০।আপনি যখন পোশাক নির্বাচন করবেন তখন ভাববেন আপনি মুসলমান, আপনার নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। হিন্দু ফ্যাশন ডিজাইনাররা আমাদের অন্তরে, মস্তিস্কে প্রবেশ করে আছে। আপনি নিজেকে আবার প্রশ্ন করে কাপড় নির্বাচন করুন। মুসলমান পুরুষরা অবলীলায় সেলোয়ারের পরিবর্তে ধুতি পড়ে যাচ্ছে।
১১।আমাদের দেশের বর্ডারে কাছে ফেনসিডিলের কারখানা গুলো কেন সেদেশের সরকার উচ্ছেদ করছে না?
১২।কেন সুধু আমাদের দেশের লোক বি এস এফ দ্বারা হত্য করা হয়। ইন্ডিয়ান মরেছে কেউ বলতে পারবেন?
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩০