জেন পেট্রাস নামে আমেরিকার ফ্লরিডায় ওরচেজ সেন্টার নামে চার্চে পাদ্রী কুর’আন পোড়ান দিবশ পালন করতে য়াচ্ছে আর এদিকে আমেরিকা যুরে সুরু হচ্ছে নানান গজব দেখু্নঃ
১. আমেরিকারার টেক্সাস শহর থেকে হারিকেন হারামাইন চিত্র
২. সুরু হয়েছে দাবানল
সেটেলাইটে দাবানল চিন্হিত করা হয়েছে।
দাবানলের আগুন যে এলাকা নিয়ে জলছে তার চিত্র
আগুন নেভানোর চেষ্টা
আগুনের লেলিহান শিখা
আগুনে পুরছে ঘর বাড়ী পাহাড়
সুর্য্য ডেকে যাচ্ছে কালো ধোয়ায়
আল্লাহ্ পাক আপনি আপনার কালামু্ল্লাহ শরীফ হেফাজত করুন (আমিন)