আপনি কি কি কাজে ইন্টারনেটকে ব্যবহার করেন?
আমরা ইন্টারনেটের সাহায্যে প্রধানত ইমেইল, কোন তথ্য সার্চ করা, ফেসবুক- ইউটিউব- টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে থাকি।
এছাড়া আর কি কি কাজে আমরা ইন্টারনেটকে ব্যবহার করতে পারি?
গ্রামের একটি ছেলে/মেয়ে ইন্টারনেটকে তার কি কি প্রয়োজনে ব্যবহার করতে পারে?
একজন ছাত্র/ছাত্রী ইন্টারনেটের মাধ্যমে কি কি উপকার পেতে পারে?
যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের ২০১৫ সালের এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশের ১১ শতাংশ মানুষ একবার হলেও ইন্টারনেট ব্যবহার করেছেন। আর বাংলাদেশিদের মধ্যে যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের ৬২ শতাংশই চাকরি খোঁজেন বা চাকরির আবেদনপত্র পাঠান। আহহা!! শিক্ষিত বেকারগুলার জন্য সত্যি মায়া লাগে!!
যাকগে, এই পার্সেন্টিজ নিশ্চই এখন অনেক বেড়েছে। এবং ব্যবহারের দিকও বেড়েছে। সেই দিকগুলোই জানতে চাই আপনাদের কাছ থেকে।
আশাকরি পাঠকদের কাছ থেকে এক এক করে ইন্টারনেটের অনেকগুলো ব্যবহার আমরা পাবো। আর ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিকের এই তালিকা নিশ্চই অনেকেরই কাজে দিবে।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৬