রাতে যখন কাঁথা মুড়ি দিয়ে গুমিয়ে, তখন চিন্তার রাজ্যে উঁকি মারছে ফাগুন তুমি কোথায়??
ক্লাইমেট চেইঞ্জ সবকিছু যেনো ওলট পালট করে দিয়েছে। বিয়ে বাড়িতে যেনো কান্নার রোল আর মরা বাড়িতে যেনো হাসির রোল!!!
তবুও একটা কথা আছেনা?? ফুল ফোটুক আর নাইবা ফোটুক আজ বসন্ত। হুম..... আসলেই গতকাল থেকে বসন্ত শুরু হয়েছে। একেবারে যে আঁচ পাচ্ছিনা তা কিন্তু নয়, গাছের পাতা ঝরে পড়ে নিচটা যেনো বিছানা বানিয়ে দিয়েছে। মন চায় একটু গা টা এলিয়ে দেই।
গ্রামের লোকেরা বসন্তের আগমনের আঁচ করতে না পারলেও ঢাকার রাস্তায় খোঁপায় গোলাপ গুঁজে মাথায় পুষ্পের চাকা বেঁধে ললনাদের ঘুরাফেরা মনে করিয়ে দিয়েছে আজ বসন্ত এসেছে।
সবাইকে ফাগুনের কৃষ্ঞচূড়ার শুভেচ্ছা।
ভালোবাসি সভ্য সবাইকে। ভালোবাসার দিনে সবার জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬