somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িফল্ড মার্শাল
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

ইবরাহীম আদহাম

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ইবরাহিম আদহাম তখন বালখের রাজা। বিশাল রাজত্ব। চারদিকে দোর্দ- প্রতাপ। পথ চলতে সামনে চলে সোনায় মোড়ানো ৪০ ঢালবাহী প্রহরীর দল, আর পেছনে থাকে ৪০ গুর্জবাহী রেজিমেন্ট। একদিন তিনি ঘুমিয়েছিলেন শাহী বালাখানায়। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নিদমহলের ছাদটি কেঁপে ওঠল, মনে হলো ছাদের ওপর কেউ হাঁটছে। বাদশাহ জিজ্ঞেস করেন, কে তুমি এত রাতে আমার ছাদে। বলে, পরিচিত জন, উটটা হারিয়ে গেছে কিনা, তাই খুঁজছি এখানে। বললেন, ওহে বেকুব! ঘরের ছাদে উট তালাশ করছ? তোমার উট ছাদে আসবে কোত্থেকে? ওপর থেকে জবাব এলো, ওহে গাফেল, উদাসীন! তুমিও যে আল্লাহকে খোঁজ কর সোনায় মোড়ানো পালঙ্কে শুয়ে আর শাহানশাহী আচকান গায়ে? কীভাবে? এ কথায় আতঙ্কের ঘূর্ণিঝড়ে তোলপাড় হলো ইবরাহিমের চিন্তার জগৎ। হারিকেনের আগুন লাগল বুঝি তার অন্তরাত্মায়। শেষ পর্যন্ত বালখের সিংহাসন ছেড়ে বরণ করলেন দরবেশীর জীবন।

জগদ্বিখ্যাত সুফিসাধক ইবরাহিম আদহাম (রহ.) এর প্রথম জীবন আর আধ্যাত্মিক পটপরিবর্তনের এ ছিল প্রেক্ষাপট, যা শেখ ফরিদুদ্দীন আত্তার (রহ.) তার অনবদ্য সৃষ্টি তাজকিরাতুল আউলিয়ায় (পৃ. ১০২) তুলে ধরেছেন। সাধনার জীবনে ইবরাহিম আদহাম বহু অলি-আল্লাহর সাহচর্য লাভ করেন। ইমাম আজম আবু হানিফা (রহ.) এর সোহবতেও ধন্য হয়েছিলেন তিনি। একদিন তিনি ইমাম আজমের খেদমতে উপস্থিত হলেন। মজলিসের লোকজন তাকে তেমন গুরুত্ব দিল না, তাচ্ছিল্যের নজরে তাকাল। ইমাম আবু হানিফা তখন মন্তব্য করলেন, ‘সাইয়েদেনা ইবরাহিম আদহাম’। লোকরা জানতে চাইলেন, এই মর্তবা তিনি কীভাবে লাভ করলেন? ইমাম বললেন, তিনি সর্বদা আল্লাহকে নিয়ে মশগুল ছিলেন, আর আমরা ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে।’ (তাজকিরাতুল আউলিয়া-পৃ. ১০১)।

তার সাধনা ও অলৌকিক শক্তি সম্পর্কে অনেক বিস্ময়কর কাহিনী বর্ণনা করেছেন ফরিদুদ্দীন আত্তার (রহ.)। আধ্যাত্মিক সিদ্ধিলাভে কত উচ্চমার্গে পৌঁছে ছিলেন তার আন্দাজ করা যায় একটি ঘটনায়।

ইবরাহিম একদিন বসা ছিলেন দজলা নদীর তীরে, দরবেশী ছেঁড়া জামায় তালি দিচ্ছিলেন। জনৈক ব্যক্তি এসে উপহাস করে বলল, ইবরাহিম এই যে বালখের রাজত্ব ত্যাগ করে ফকিরি নিলে, কি পেয়েছ? ফিরে তাকাতে হঠাৎ হাতের সুইটা পড়ে গেল খরস্রোতা দজলায়। ইবরাহিম মাছদের ইশারায় বললেন, আমার সুইটা ফেরত এনে দাও। হাজার হাজার মাছ ভেসে ওঠল দজলার পানিতে, প্রত্যেকের মুখে একটি করে স্বর্ণের সুই। ইবরাহিম বললেন, এসব নয়, আমার হারানো সুই চাই। দুর্বল একটি মাছ তখন সুইটা মুখে নিয়ে এগিয়ে এলো। ইবরাহিম আদহাম আগন্তুককে লক্ষ্য করে বললেন, বালখের রাজত্ব ছেড়ে সবচেয়ে নগণ্য যা পেয়েছি, তা এটুকু। বাদ বাকি তুমি বুঝে নাও। (তাজকিরাতুল আউলিয়া- পৃ. ১২৬)।

বর্ণিত আছে ইবরাহিম আদহামের কাছে জিজ্ঞেস করা হয়, আল্লাহ তায়ালা তো বলেছেন, ‘উদউনি আস্তাজিব লাকুম।’ ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ অথচ আমরা দোয়া করলে কবুল হয় না কেন? তিনি বললেন, এর কারণ হলো, তোমরা আল্লাহ তায়ালাকে জান; অথচ তাঁর বন্দেগি কর না। তাঁর রাসূলকে (সা.) তোমরা চেন, অথচ তাঁর সুন্নতের অনুসরণ কর না। কোরআন তোমরা পড়, কিন্তু তার ওপর আমল কর না। আল্লাহর নেয়ামত তোমরা ভোগ কর, অথচ তার শুকরিয়া আদায় কর না। তোমরা জান যে, বেহেশত সজ্জিত রাখা হয়েছে অনুগত বান্দাদের জন্য, অথচ সে বেহেশত তোমরা তালাশ কর না এবং দোজখকে বানানো হয়েছে নাফরমানদের জন্য, আগুনের জিঞ্জির বেড়ি পরানো হবে তাদের; অথচ সেই দোজখকে তোমরা ভয় পাও না, পালিয়ে বেড়াও না। তোমরা জান যে, শয়তান তোমাদের দুশমন, অথচ তার প্রতি তোমরা শত্রুতা পোষণ কর না। তোমরা জান যে, মৃত্যু আছে ও অবধারিত; অথচ মৃত্যুর জন্য প্রস্তুতি তোমাদের নেই। তোমরা পিতামাতা, সন্তান-সন্ততি মাটিতে দাফন করে আস; অথচ তা থেকে ইবরত (শিক্ষা) হাসিল কর না। নিজের দোষ বর্জন কর না; অথচ অন্যের দোষ খুঁজে বেড়াও। যার অবস্থা এরূপ হবে; বলÑ তার দোয়া কীভাবে কবুল হবে? এত কিছুর পরও এত ধৈর্য-সহ্য; সে তো আল্লাহর অসীম ধৈর্য ও দয়া-মেহেরবানির গুণের প্রকাশ, সবকিছুর ফয়সালা হবে শেষ বিচারের দিনে। (তাজকিরাতুল আউলিয়া-১১১-১১২)। বর্ণিত আছে, (খলিফা) মুতাসিম (বিল্লাহ) ইবরাহিম আদহামের কাছে জানতে চান, আপনার পেশা কী, (কী জব করেন?) বললেন, দুনিয়া দেয়া হয়েছে দুনিয়া সন্ধানীদের জন্য, আখেরাত দেয়া হয়েছে আখেরাত সন্ধানীদের জন্য। আমি বেছে নিয়েছি এই জগতে আল্লাহর জিকর ও স্মরণ আর পরকালে আল্লাহর সাক্ষাৎ। আপনার পেশা কী মর্মে আরেক ব্যক্তির জবাবে তিনি বলেন, তুমি কি জান না, যারা আল্লাহর কর্মচারী তাদের জন্য অন্য কোনো পেশার প্রয়োজন নেই। (তাজকিরাতুল আউলিয়া- পৃ. ১১৬)। সুফিসাধকদের উক্তি, কর্ম ও অলৌকিক কাজগুলো স্বাভাবিক দৃষ্টিতে অযৌক্তিক, বিস্ময়কর মনে হয় আমাদের মনে। শেখ সাদি (রহ.) তার জবাব দিয়েছেন অতি সংক্ষেপে। এক দরবেশ এক নেকড়ে বাঘের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, লোকজন দেখে হতবাক। সবার জিজ্ঞাসু দৃষ্টি দেখে দরবেশ বললেন, যিনি সৃষ্টিজগতের মালিক, সবার মনিব; আমি তার গোলামিতে নিজেকে সঁপে দিয়েছি, তাই আল্লাহর সৃষ্ট জীব আমার গোলামি করে। আসলে আধ্যাত্মিক সিদ্ধিলাভের রহস্য এখানেই নিহিত এবং আল্লাহর গোলামিই এর একমাত্র পথ।
- See more at: Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×