জগতে কত খবরই না মানুষ জানতে চায়। তথ্য জানার জন্য মানুষ করে নানা জরিপ। আবার লোককথাও হয়ে যায় তথ্য বা জ্ঞানের উৎস। আজ তেমনি বিভিন্ন উৎস থেকে পাওয়া কয়েকটি মজার তথ্য পাঠকদের জন্য-
১. মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয়না বা পচে যায়না
২. বলা হয়ে থাকে বার্মাতে পাগলের সংখ্যা সবচেয়ে বেশী
৩. এমেরিকান বিজ্ঞানী জনরিড কে ১৩০ বার সাপে কামড়ালেও তিনি মৃত্যুবরন করেন নি
৪. প্যারিসে রয়েছে কুকুরদের জন্য বিশেষ হোটেল
৫. ভারতের রাইখান জঙ্গলের মেয়েরা গাছের পাতাকে ড্রেস হিসেবে পরিধান করে
৬. বলা হয় মেয়েদের অধিকাংশ লিপস্টিক তৈরি হয় মাছে আঁশ থেকে
৭. নীল রংকে আলাদা করে চিনতে পারা পেঁচাই একমাত্র পাখী
৮. একটি নীল তিমির জিহ্বার ওজন একটি হাতির থেকেও বেশী হতে পারে
৯. বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে
১০. যুক্তরাষ্ট্রে প্রতিদিন যে পরিমাণ পিৎজা খাওয়া হয় তা এক সাথে রাখলে ৭৫ একর পার হয়ে যাবে।
১১.গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে একটু বেশী ভারী।
১২. মানুষের জন্মনিয়ন্ত্রণ পিল গরিলার উপরেও কাজ করে সমানভাবে।
সূত্র- ওয়েবসাইট
Click This Link