ভালোবাসার জন্যে এতোটা বছর অপেক্ষার পর
বুঝতে পারলাম, ভালোবাসা তাত্ত্বিকতায় হারিয়ে গেছে।
অনেকটা ঢাকার শেষ মাথায় ঐ মেডিকেল কলেজের ছাত্রীটির মত
সাত বছর বই ঘেটে পেলভিক বোনের ছবিটাই চেনে
অথবা চামড়ায় মোড়া পেলভিক এড়িয়া ছুয়ে দেখেছে কদাচিৎ।
কিন্তু পেলভিক বোন কখনো দেখাই হয়নাই।
লাশকাটা ঘরে কখনো না যাওয়া ছাত্রীটি যেমন
প্রথমবার অপারেশনে থিয়েটারে মাথা ঘুরে পড়ে
তেমনি হুমায়ুন, বুদ্ধদেবে বুদ আমি
ভালোবাসার ঘ্রাণ পেলেই জ্ঞান হারাই।
১. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮ ০