১# বাঙ্গালী মাত্রই তার অধিকার সম্পর্কে সচেতন কিন্তু তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয় ।।
[এটা দেয়ার কারন হইলো আজ বাসে এক আপু উঠে এক ছেলেকে বলে এটা মেয়েদের সিট ।। ছেলেটা টিকেট কিনা আসছে কিন্তু মেয়েটা টিকেট কিনে নাই বরং বাসের হেল্পার এর কাছে টাকা দিছে ।। তাইলে টাকাটা বাস এর মালিক পায় নাই এবং এটা পুরাই বেআইনি ।। মানে আপুটা তার অধিকার সম্পর্কে সচেতন কিন্তু তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয়]
২# আমাদের দেশ এর বিরোধীদল মাত্রই হরতাল দেয় তাদের নিজেদের মতলব হাসিল করার জন্য ।। বাংলাদেশ ক্রিকেট টিম কে পাকিস্তান পাঠানো হইতাসে আমাদের বিরোধীদল ওই ইস্যুতে কোন হরতাল দেয় নাই ।। তারা হরতাল দেয় নিজের বাড়ির জন্য, পোলার মামলা তুইলা নেয়ার জন্য, আর যুদ্ধঅপরাধীদের বিচার বন্ধ করার জন্য ।। যেখানে দেশের কিছু গর্বকে মরনপুরিতে পাঠানো হইতাসে সেখানে এটা নিয়া হরতাল দেয়া যাইতেই পারে ।।
৩# আজকে পথসবায় বিরোধীদল এর চেয়ারপারসন বলেছে সরকার যুদ্ধঅপরাধীদের বিচার রাজনৈতিক কারনে করতাসে ।। এইভাবে বিচার করলে হবে না ।। তারা সরকার গঠন করলে তারা যুদ্ধঅপরাধীদের বিচার করবে ।। তোমরা কোরবা জামাতের ঘোড়ার বিচার ।।
[এটা কিন্তু একটা জোকস কইসে, এতো মানুষ কষ্ট করে আসছে তাদের বিনদুন দেয়া তো দরকার।। তাই মনে হয় এটা কইসে]
লেখক
FERDAUS AHMED NOBIN
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৫