ঘটনা কি ভালোভাবে জানতে আজকের প্রথম আলো পড়তে হবে। Click This Link ছাগুসমাজের প্রিয় ইরানের কট্টরপন্থী ছাত্র সংগঠন জাস্টিস সিকিং স্টুডেন্টস (ইরানি ইসলামী ছাত্র শিবির) গাজায় ভয়াবহ হামলা চালানোর ঘটনায় ক্ষুব্ধ হইয়া ইসরায়েলের তিন শীর্ষ কর্মকর্তাকে হত্যার জন্য পুরষ্কার ঘোষনা করছে। তা তারা করতেই পারে। আমােদর দেশে কি তসলিমারে হত্যার জন্য ঘোষনা করা হয় নাই? হইছে তো। পুরষ্কারের অঙ্কটাও লোভনীয় ১০ লাখ ডলার। প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
ঘটনা প্যাচ খাইছে এরপর। পুরষ্কারের টাকা বাড়াইতে তারা ইরানি জনগনকে কিডনি দান করার জন্য উৎসাহ দেয়ার সিদ্ধান্ত নিছেন। মারহাবা। এই ঘটনায় আমাদের ইরানপ্রেমী জনগনকেও আগায়া আসার জন্য আহবান জানাইতাছি। আপনারা দলে দলে কিডনি বিক্রি করিয়া মোসাদের নেতাদের হত্যা করার তহবিলকে স্ফিত করুন। চাইলে আমি আপনাদের হইয়া কিছু কমিশন রাইখ্যা সেই টাকা পৌছানোর দায়িত্ব নিতে পারি।
আইচ্ছা কিছু প্রশ্ন আসছে মাথায়? ইরানে চাদাবাজি বন্ধ নাকি? নাইলে চান্দা না চাইয়া কিডনি চাওয়ার কি রহস্য? ইবনে সিনা ক্লিনিকে কি কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন সম্ভব?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪