* হ্যালো, কেমন আছো?
- ভালো, এতদিন পর কি মনে করে?
* না মানে তোমার কাছে আমার একটা ছবি ছিল।
- ছবি কি কারণ না বাহানা?
* তুমি জানো।
- কেন বার বার ফিরে আসো?
* কারণ তুমি অনেক খারাপ! কত ক্ষতি করেছ আমার জানো? সর্বস্বান্ত করে ফেল। সব ফুরিয়ে যায় আমার। আবার একটু একটু করে জমাই, আবার তোমাকে খুঁজি।
- কেন তুমি আমার মনের ভিতর বসে থাকো? কেন তোমার এত ক্ষমতা? ইচ্ছে হলে হাসাও, ইচ্ছে হলে কাঁদাও!
* কারণ অনেক ভালবাসি।
- হ্যাঁ, আর তাই পালিয়ে যাও।
* আর পালাব না।
- গতবারও একথাই বলেছিলে।
* এবার সত্যি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখব, প্রমিজ।
- গতবারও প্রমিজ করেছিলে।
* হ্যাঁ কিন্তু এবার শুধু প্রমিজ না। এবার আমি তোমার দায়িত্ব নেব। এবার ঐ হাতে আংটি পরাব। জানি তোমার হীরার আংটি চাই না। আর তাই এমন হীরার মত মেয়ে আমি হারাতে চাই না। জানো তো ঐ একটি আঙ্গুলে কেন আংটি পড়ানো হয়। এবার সত্যি তোমাকে পুরোপুরি আমার করব। যাতে আর কখনো তোমাকে খুঁজতে না হয়। যাতে আর কখনো তোমার বিরহে পুড়তে না হয়। এবার তোমার মাঝেই নামব আমি, তোমার মাঝেই হারাব।
কি হল চুপ করে আছো যে?
- কি বলব?
* একবার বল না ভালোবাসি।
- ভালোবাসি
* ভালোবাসি ভালোবাসি ভালোবাসি............
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮