কোটি মানুষের ভীড়ে ক্লান্ত নিভে আছো শহরে
ক্লেদজ রাত শেষে সুরূপের ভোর উঠে আসে
প্রতি ভোরে একটা গ্রীবা উঁচু জাহাজ বড়-মুখ করে তোমাকে
ফিরিয়ে আনতে যায়
মায়ের সশ্রুষামাখা সতেজ হাওয়া বয় ঋতুর ঘ্রাণসহ
আমি মরতে মরতে বেঁচে যাই : এটা কোন অহংকার হতে পারে না
তুমি দূরে আছো, স্মৃতিহীন : এটা কোন অহংকার হতে পারে না
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬