সালাম জানাই বিশ্বের সকল নারীকে!!!!!

বিনম্র সালাম মা এর মত সবাইকে!
সালাম বোনদের কে!
আদর রইল আদরের যোগ্য নারীদের!
নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী।
নারীরা যুগে যুগে অনেক মহান কার্য সম্পাদন করে গেছেন। সেই মা হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত জন্ম হয়েছে অনেক নারীর।
নারীরাই জন্ম দিয়েছেন ক্লিওপেট্রা কিংবা মাদার তেরেসাদের।
নারীর জন্য হয়েছে অনেক যুদ্ধ কিংবা তাজমহল।
নোবেলজয়ী নারীরা
আজ এই নারী দিবসে মহান ব্যাক্তিদের মুখে শোনা যাবে মহান নারীদের জীবনী বিশ্লেষন।
যখন তারা নারী অধিকার নিয়ে কথা বলছেন তখন তার বাসার কাজের মেয়েটি হয়ত মার খাচ্ছে গৃহকর্তী কিংবা কন্যার হাতে, হায়রে নারী।
অনেক সময় নারীদের লাঞ্ছিত করার ঘটনা শোনা যায়, ধিক্কার জানাই বখাটেদের, ওদের শাস্তি দাবি করছি।
বখাটে যুবকের হাতে দুই ছাত্রী লাঞ্ছিত
কিন্তু................
যখন আপনারই মেয়েটি কিংবা বোন অথবা স্ত্রী নামমাত্র পোশাক পরে রাস্তায় নামছে, অর্ধনগ্ন হয়ে আপনারই সামনে ঘুরে বেরাচ্ছে, তখন কোথায় থাকে ধিক্কার, শাস্তির দাবি।
লজ্জা করেনা আপনার। ছি...........
আপনিই তাকে আধুনিক পোশাক কিনে দিচ্ছেন, সেই পোশাক পরিয়ে মেলায় নিয়ে যাচ্ছেন সুন্দরী কিনা পরীক্ষা করতে।
যখন বখাটেরা বিরক্ত করছে বা রাস্তার বুড়ো ভিখারী আড় চোখে তাকায় তখন আপনার ভাল লাগে, কারন সে সুন্দরী।
এর জন্য দায়ী কে?????..........নারী
কারন তার মা তাকে শাসন করলে হয়ত মেয়েটা ঐ পোশাক পরত না।
মা ই দেখে তার মেয়ে কি করছে, কি পোশাক পরছে, কার সাথে মিশছে।
আর মাকে দোষ দিয়ে কি লাভ? বেচারার সময় কোথায়। কত কাজ তার। দিনের বেশীর ভাগ সময়ইতো রূপচর্চায় কেটে যায়। হয়ত বিকেলে পার্লারে।
রাতে মেগা সিরিয়াল..... মিস করা যাব না। পরে কাহিনী বুঝতে সমস্যা হবে।
মেয়েটির পোশাকের মা সব সময়ই সচেতন, মেয়েটি হয়ত লজ্জা পাচ্ছে পাতলা ঐ পোশাকটা পরে রাস্তায় নামতে। কি আর করা মা নিজেই চালিয়ে দিল।
রাস্তায় নামলে বোঝার উপায় নেই কে মা কে মেয়ে।

আজকাল বাজারে ছেলেদের পোশাক পাওয়া যায় না, সবই মেয়েদের দখলে।
বেচারা বখাটেরা নাকি আজকাল কষ্টে আছে, সবই এক রকম দেখতে, কাকে রেখে কাকে অফার করবে?? মা কে নাকি মেয়ে?
নারীরা একটু সাহায্য করুন।
বখাটেরা দাবি করছে মা এবং মেয়ে একই পোশাক পরতে পারবে না, হলিউড বা বলিউড একটা বেছে নিন।
শেষ কথা নারী আধিকারের নামে নিজেকে বাজারে বেচবেন না। মনে রাখবেন নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী।
আপনি নিশ্চয়ই আপনার সন্তান কিংবা পিতার সামনে শালীনতা বজায় রাখেন।
আমরা আপনারই সন্তান, ভাই অথবা নিকট আত্নীয়।
আগুনে ঘি ঢেলে বখাটে বলে আপমান করবনে না।
বখাটেরাও কারও গর্ভে ছিল।
ক্ষমা করবেন।
আশা করব আপনার আমার পরিবারের কেই যেন এমন না হয়।
সফল নারীর পোশাকে আপত্তি থাকায় মুছে দিলাম
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৮