এই ব্লগ এর স্যার দের প্রব্লেম কি? কিছু পলাই দেখি মাইয়ার রুপ ধইরা কান্না কাতি করলেও তাদের অগ্রাধিকার দেয়া হয়। আর আমার মত যারা তেল মারতে পারেনা তারা খালি সামু তে পড়ার সুযোগ ছাড়া আর কিছুই পায় না। ২ বছর সামু তে ব্লগ পরতেসি। আগের একাউন্ট এর ইউজার আর পাস ভুলে যাওয়ায় কস্ট করে আর নতুন ইদ করি নাই। ৭ মাস আগে ১টা আইডি বানাইলাম। ঘ্যানর ঘ্যানর ও করলাম। তবু দেখি আমার লেখা খালি আমিই পরতেসি। মেজাজ খারাপ হৈ তখন যখন দেখি। একেকজন ২-৪ টা আইডি নিয়া ব্লগিং করে, কেউ কেউ মাইয়া আইডি ও বানাই বিভিন্ন পোস্টে কান্না কাটি করে। তাদের আবার প্রথম পাতায় লেখা ও যায়। মাগার আমি ১তা আইডি দিয়া *** ছাড়া কিছু করতে পারিনা। এর মানে কি? এত কথা বললাম কেউ তো ১টা জবাব ও দেই না। আরে নয়া দিবা কইলেই তো সারে। এত কথা কপচাইতাম না তাইলে।
উল্যেখ্য, অভ্র কীবোর্ড পাওয়ার পর লেখা শুরু করি। পোলা হইয়া মাইয়া আইডি নিতে মন চায়না। তাই হয়ত আমার লেখা চোখে পরে না
প্রিয় এম পি দের বলছি, নিছে ১তা লিঙ্ক দিলাম, এগুলো সম্ভবত খুব ভালো পোস্ট বিধায় ১ম পাতাই যায়
Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:৫৯