আর মাত্র কিছু দিন পর ২০১২ সালকে বিদায় জানিয়ে সবাই বরণ করে নিবো ২০১৩ সালকে। ১৩ সংখ্যাটি যুক্ত থাকায় আমি নিজেই কিছুটা বাঁকা চোখে দেখতে শুরু করেছি নতুন বছরটিকে। তবুও নতুন বছর আমাদের সবার জীবনে অনেক বেশী সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক - এটাই প্রত্যাশা।
সেপ্টেম্বরের শুরুতে "সময়" নিয়ে পোস্ট দিতে যেয়ে হারিয়ে গিয়েছিলাম অন্য কোথাও। সময় যন্ত্রের খপ্পরে মহাজগত ও মনুষ্য জীবন - সময় গণনার এই ধারাবাহিকতায় আজকের পোস্ট ইংরেজী মাসগুলোর নাম কিভাবে এলো তা নিয়ে।
জানুয়ারি: রোমান দেবতা Janus এর নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ হয়েছে। বিপরীতমুখী দুই মুখওয়ালা জানাস ছিলো দরজার দেবতা। একটি মুখ পেছনের বছরকে দেখে, আরেকটি মুখ দেখে সামনের বছরটিকে।
ফেব্রুয়ারি: রোমান দেবী Februa এর নাম অনুসারে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে। আবার Februa হলো শুদ্ধতার রোমান উৎসব, ফেব্রুয়ারির ১৫তম দিনে হতো এই উৎসব।
মার্চ: প্রকৃতপক্ষে বছরের শুরু মার্চ মাসে, যখন যুদ্ধ পুনরায় শুরু হতো। এটি রোমান বছরের প্রথম মাস, যার নামকরণ হয়েছে যুদ্ধের রোমান দেবতা Mars'র নাম অনুসারে।
এপ্রিল: aperire বা উন্মুক্ত করা থেকে বলা হয় Aprilis, কারণ এটিই সে মাস যখন মুকুল বা কুঁড়ি ফুটতে থাকে।
মে: ইতালীয় বসন্তের দেবী Maia'র নাম অনুসারে মে মাসের নাম হয়।
জুন: বিয়ে ও নারী কল্যাণের রোমান দেবী Juno এর নাম অনুসারে জুন মাসের নাম হয়।
জুলাই: খ্রীস্টপূর্ব ৪৪ সালে সম্রাট Julius Caesar এর সম্মানে এ মাসের নামকরণ করা হয়। পূর্বে এই মাসকে Quintilis বলা হতো, যা এসেছে Quintus মানে পাঁচ থেকে। এটি রোমান পঞ্জিকায় পঞ্চম মাস।
আগস্ট: Julius Caesar এর কাছ থেকে সম্রাট Augustus Caesar পঞ্জিকাটিকে শুদ্ধিকরণ ও সম্পূর্ণ করেন এবং নিজের নামের সাথে একটি মাসের নামকরণ করেন। Augustus থেকে হয় আগস্ট।
সেপ্টেম্বর: এটি এসেছে septem থেকে, "সাত"। রোমান পঞ্জিকায় এটি সপ্তম মাস।
অক্টোবর: এটি এসেছে octo থেকে, "আট"। রোমান পঞ্জিকায় এটি অষ্টম মাস।
নভেম্বর: এটি এসেছে novem থেকে, "নয়"। রোমান পঞ্জিকায় এটি নবম মাস।
ডিসেম্বর: এটি এসেছে decem থেকে, "দশ"। রোমান পঞ্জিকায় এটি দশম মাস।
নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা সবাইকে।