গত বছরের শুরুর দিকে এক অফিসে ইন্টার্নশীপ করার সময় দেখা পাই সামহোয়্যার ইন ব্লগের। ডিসকো বান্দরের পোস্ট পড়ে লুটোপুটি খেতাম, আবার ইমন জোবায়েরের পোস্ট পড়ে হা হয়ে থাকতাম তখন। মন্তব্য দিতে ইচ্ছে হতো, অনেকে ভয় দেখালো মন্তব্য দেয়ার সুযোগ পেতে নাকি অনেকের ৮-৯ মাসও লাগে। আমার বেলাতেও তাই হলো, দীর্ঘ ৮ মাস ২ সপ্তাহের ওয়াচ জীবন! কিছু পোস্ট দিলাম ওয়াচ থেকে মুক্তি পাওয়ার আশায়, এভাবে পোস্ট দেয়ায় অভ্যস্ত হয়ে গেলাম একসময়। লেখক হওয়ার ইচ্ছা কখনোই ছিল না, তাই হয়তো গল্প-কবিতাকে পাশ কাটিয়ে আমাকে পেয়ে বসলো সংকলনের নেশায়। ভাললাগার সব কিছুকে নিজের কাছে রাখার চেষ্টা। দীর্ঘ ওয়াচ জীবনের সবচেয়ে বড় সুফল - হাজারো ব্লগারের হাজার হাজার ব্লগ ও পোস্ট উল্টে পাল্টে দেখার সৌভাগ্য!
আমি কোন লেখক, সাংবাদিক কিংবা ব্লগার নই। আমার ব্লগে যা কিছু রাখতে ইচ্ছে করে তাই রাখি। তথ্যমূলক পোস্টে নেট থেকেই তথ্য নেই, নতুন করে উপস্থাপন করি নতুন একটা ভিন্ন মতামত নিয়ে - নিজের মত করে সাঁজিয়ে রাখি। এটাকে আপনি কপি-পেস্ট বলতে পারেন, লেখা চুরি বলতে পারেন, সাইবার স্পেস নষ্ট বলতে পারেন - যা খুশি তাই বলতে পারেন; আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমি কোন লেখক, সাংবাদিক কিংবা ব্লগার নই!
বই পড়ার অভ্যাস আমার কখনোই ছিলনা, ব্লগ পড়তে পড়তে একসময় পড়ার অভ্যাসটাও তৈরী হলো। মুক্তিযুদ্ধের এত এত তথ্যপূর্ণ পোস্ট এখানে, শুরুতে গোগ্রাসে গিলতাম শুধু। ঐ বিক্ষিপ্ত পোস্টগুলোকে নিয়ে নিজের ব্লগে রাখলাম, ব্লগে গড়ে উঠলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সংকলন।
এত এত পোস্ট প্রিয় ছিলো যে সেগুলো নিয়ে একটা ব্লগীয় পাঠাগার গড়ার চিন্তা করলাম। "ব্লগীয় পাঠাগার" শুনতেই কেমন আজগুবি লাগে, তাই না? আসলে ভেবেছিলাম - পাঠাগারে যেমন থরে থরে বই সাজানো থাকে, তেমনি আমার ব্লগীয় পাঠাগারে থরে থরে পোস্টের লিঙ্ক থাকবে ব্লগারের নামসহ। বিভিন্ন ভাগে ভাগ করে সাঁজালাম পোস্টের লিঙ্ক - যেমন পোস্ট পড়তে আমার ভাললাগে তেমন করে। পাঁচ পর্বে ১৪৫৪টি পোস্ট লিঙ্ক জমা হলো। আরেকটু বড় করার ইচ্ছে ছিলো, কিন্তু অনেকের বিরক্তির কারণ হলাম। আমার পোস্ট ব্যঙ্গ করে পোস্ট আসতে শুরু হলো, অনেকে অনেক কিছু শুনালো। যাই হোক - আমি কোন লেখক, সাংবাদিক কিংবা ব্লগার নই; নিজের ভাললাগাগুলো এই স্পেসে জমিয়ে রাখি শুধু। ভাললাগা জমাতে জমাতে সেই ফাঁকে কিছু মানুষের জন্য ভাললাগা জমতে থাকে। আর এভাবেই প্রিয় মানুষগুলোর প্রতি ভাললাগায় ব্লগে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ব্যয়িত সময়কে কখনো সময় নষ্ট মনে হয় না। আমার কোন অসুস্থ প্রতিযোগিতা নেই। তাই হয়তো কখনোই লেখক, সাংবাদিক কিংবা ব্লগার হতে হবেনা আমাকে এই প্লাটফর্মে! আমি আসলে এই ব্লগের একজন পাঠক, আর এখানে জমিয়ে রাখি আমার প্রিয় পাঠগুলো।
আমার ব্লগীয় পাঠাগারে ওয়াচে যারা ছিলো তাদেরও পোস্ট ছিলো। অনেকে হয়তো কিছু পোস্ট ড্রাফট করেছে, অনেকে মুছে দিয়েছে। সে সংখ্যা নগন্য। হাজারো ব্লগারের সে পোস্টগুলোর টানেই হয়তো কখনো দূরে সরে গেলেও ফিরে ফিরে আসবো আবার...।
১। মুক্তিযুদ্ধ ১৯৭১; মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩০০টির অধিক পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী হল সামহোয়্যার ইন ব্লগ মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ
২। আড়াইশো পোস্টের লিঙ্ক নিয়ে তৈরী আমার ব্লগীয় পাঠাগার - ২। ৫০তম পোস্ট।
৩। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর। আমার ব্লগীয় পাঠাগার - ৩
৪। আমার ব্লগীয় পাঠাগার-৪; পোস্ট লিঙ্কস ২৫০+
৫। আমার ব্লগীয় পাঠাগার - ৫; পোস্ট লিঙ্ক সংখ্যা ২৭০টি। সর্বশেষ অংশ।
ধন্যবাদ সবাইকে।।