মাত্র কিছুদিন আগে একটা গান লিখেছি, যে-গানটার মধ্যে 'প্রাণের মানুষ' কথাটা আছে। 'প্রাণের মানুষ' বহুল ব্যবহৃত একটি শব্দগুচ্ছ, যা কবি-লেখক-গীতিকারগণ প্রচুর ব্যবহার করেছেন, কখনো কোনো আরাধ্য মানুষকে উদ্দেশ্য করে, কখনো-বা রূপকার্থে, যার অন্তরালেও মানুষ বা দেবতাগণ লুকায়িত।
আমার গানটি লেখা ও গাওয়ার সময় বার বার মনে পড়ছিল, রবীন্দ্রনাথেরও একটা বিখ্যাত গান আছে - 'আমার প্রাণের মানুষ আছে প্রাণে'। তবে, ঐ গানের লিরিক ও থিম মুখস্থ ছিল না। আমার গানটি শেষ হওয়ার পর গতকাল রবীন্দ্রনাথের গানটি নিয়ে বসলাম। আমি খুবই খুশি হয়েছি এবং মানসিক রিলিফও পেয়েছি যে, রবীন্দ্রনাথের গানটির থিমের সাথে আমার গানের থিমে কোনো মিল নেই।
আমার মামুলি গানটাতে আমি একজন প্রাণের মানুষের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি, যার সন্ধানে একটা প্রাণের দেশে চলে যেতে চাই। রবীন্দ্রনাথের গানটি থেকে আমি যতটুকু বুঝেছি তা হলো - আমার প্রাণের মানুষ আমার প্রাণের ভেতরেই আছে, তাই তাকে আমি সবখানেই দেখি। রবীন্দ্রনাথের গানের সাথে মূল পার্থক্য হলো, আমি প্রাণের মানুষকে বাইরে খুঁজছি, আর কবিগুরু নিজের অন্তরেই প্রাণের মানুষের অস্তিত্বের কথা বলেছেন, তাকে বাইরে খোঁজার দরকার নেই।
১। আমার গান।
আমার প্রাণপাখি রে
চল্ রে আমার প্রাণের দেশে যাই
আমার প্রাণের দেশে প্রাণের মানুষ
এক নজরে দেখতে চাই
সেই মানুষের দেখলে মুখ
বুকের ভেতর উথলায় সুখ
সেই মানুষের সুবাস পাইলে মাতাল হয় মানুষ
আমার সেই মানুষের পরশ পাইলে
অন্তর ভরে যায় সোনায়
ভুলের নেশায় কাটলো কাল
ভুল দিয়া ভরলাম কপাল
ভুলে ভুলে পথ যে দেখি বিষম অন্ধকার
আমার অনেক কাজ যে করার ছিল
অকাজ করে দিন কাটাই
০৬ সেপ্টেম্বর ২০২৪
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের লিংক (মিউজিক ছাড়া) : প্লিজ এখানে ক্লিক করুন - আমার প্রাণপাখি রে, চল্ রে আমার প্রাণের দেশে যাই
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানের লিংক (মিউজিক সহ) : প্লিজ এখানে ক্লিক করুন - আমার প্রাণপাখি রে, চল্ রে আমার প্রাণের দেশে যাই
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। রবীন্দ্রনাথের গান।
আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
আছে সে নয়নতারায়
আছে সে নয়নতারায়
আলোকধারায়, তাই না হারায়
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে
আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা
শোনা হল না, হল না
আজ ফিরে এসে নিজের দেশে
ফিরে এসে নিজের দেশে এই যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে
দেখা মেলে না, মেলে না
তোরা আয় রে ধেয়ে দেখ রে চেয়ে
আয় রে ধেয়ে দেখ রে চেয়ে আমার বুকে
ওরে দেখ রে আমার দুই নয়ানে
দেখ রে আমার দুই নয়ানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
কথা ও সুর : রবীন্দ্রনাথ ঠাকুর
মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমার প্রাণের মানুষ আছে প্রাণে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৬