এটা আগের গান। আগে দৈর্ঘ্য বেশি ছিল, বেশ অগোছালো ছিল। আজ একটু সময় নিয়ে ট্রিম করলাম এবং একটু রিফাইন করারও চেষ্টা করলাম।
আমি তো অবশেষে
তোমার অপরাধ
মেনে নিয়েছি
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব
বহুবার ভুল করে
বহুবার চেয়েছ ক্ষমা
আমি তো প্রতিটা ভুলই ক্ষমা করেছি
তারপরও কেন তুমি
সব দাগ মুছে ফেলে
আবার নতুন করে
শুরু করো নি
ফিরে আসো নি
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব
কখনো প্রজাপতি
কখনো-বা দেখি বালুহাঁস
হয়ত সবুজ কোনো গ্রামে মিশে যাই
বাসনায় ভিড় করে
একদিন ফিরে এসে
আবার পায়ে পায়ে
হাঁটবে তুমি
হাত ধরবে
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব
০২ ফেব্রুয়ারি ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
AI : Kits.ai and freepik.com
Audio & Video Making Software : FL Studio and Filmora Wondershare
Image Generation and Audio/Video Making : Khalil Mahmud
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
পুরোনো পোস্ট
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১২:০১