আজ আপনাদের জন্য একটা অদ্ভুত সুন্দর হিন্দি গান নিয়ে এলাম, যেটি ১৯৭০-এর দশক থেকে আজও অবধি সমান জনপ্রিয়। মূল শিল্পী আশা ভোঁসলে ও মোহাম্মদ রাফি। আর এখানে শুনবেন আপনারা আমার কণ্ঠে।
তবে, আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে বলে নিই, যারা বুঝবার তারা বুঝবেন, আমি নিজে কিন্তু এ গানটি গাই নি। প্রথমে একটা সফটওয়্যারের মাধ্যমে আমার কণ্ঠের একটা ক্লোন ভয়েস করা হয়েছে। এ পদ্ধতিটা বেশ জটিল। পরে একই সফটওয়্যারের মাধ্যমে মূল গানটার ভয়েসে আমার ভয়েস ঢুকিয়ে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, আরো বেশ কিছু কাজ আছে যেগুলো ব্যাখ্যা করতে গেলে আমার মাথাই এখন হ্যাং হয়ে যাবে

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৪ রাত ১২:২৭