সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
০৪ জুন ২০২৩
গানটি পাওয়া যাবে এ লিংকে - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১২ মার্চ ২০২৩ তারিখে এ গানের 'মুখ'-এর সুর তৈরি করা হয়। এক কবির কাছে লিরিক চেয়ে সুর পাঠিয়েছিলাম। পরে তিনি জানালেন, তার পক্ষে লিরিক লেখা সম্ভব নয়। পরে যথারীতি আমি নিজেই লিরিক লিখে ফেললাম

এর আগেও ব্লগে এ গানটি নিয়ে পোস্ট করা হয়েছিল। গানটি গাওয়া হয়েছিল লো স্কেলে (ডি শার্প মেজর দিয়ে শুরু - যারা বুঝবার তারা বুঝবেন

এ সুরটি একটু গম্ভীর এবং কঠিনও। তবে গানটি লিখে এবং সুর করে এবং গেয়েও বেশ তৃপ্তি পেয়েছি।
রক্তনাশা যুদ্ধ ও ব্লগীয় যুদ্ধের ডামাডোলে গানটি দিলাম কিছুটা শান্তি ও স্বস্তির বাতাস ছড়ানোর লক্ষ্যে।
শুভ ঘুমাহ্ন।
১. ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৫ ০
ভাল লাগলো।
লাইক দিলাম।