তুমি বুঝতে পারো নি কোনোদিনও
কেন ভুল করে ভুল করি বার বার
এই ভুলে ভরা স্বভাবটা আমার অহঙ্কার
কিছু অভিমান ঝরে যায় গোপনে
কেউ তা বোঝে না
এই ডানপিটে স্মৃতিগুলো মরমে
করে সারাটা সময় তোলপাড়
জানি আবার দেখা হলে
ভুলে ছুঁয়ে দেব হাত
জানি কঠোর চোখে তুমি
খুবই করবে প্রতিবাদ
কত রোদে পোড়া কুসুমের গন্ধ
হাওয়ায় মিশে যায়
দেখো ভুলে পড়া প্রেমিকেরা প্রতিদিন
করে নিজেকে পুড়িয়ে ছারখার
তুমি বলেছিলে তোমায় নিয়ে লেখা
সব গান ও কবিতা মুছে ফেলতে চিরতরে
তুমি বলেছিলে, আর একটা গান ও কবিতা
যেন না লিখি তোমার নামে
আজ নিজের সাথে নিজেই
এক সন্ধি করেছি
এই মনের কাছে মনকে
আমি বন্দি করেছি
আমি চাই না তোমাকে নিয়ে লিখতে
কোনো কবিতা ও গান
তবু তুমি কেন ছায়া হয়ে কবিতায়
আজও করো অবস্থান নির্বিকার
০৩ জুন ২০২৩
****
০৪ জুন ২০২৩ তারিখে আপডেট করা হলো।
গানটা সম্পূর্ণ করা হয়েছে। ফাইনাল ভার্সন শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন : তুমি বুঝতে পারো নি কোনোদিনও
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
****
ফুটনোট :
অনেকদিন ধরে গান লেখা হয় না। অন্য কাজে ব্যস্ত ছিলাম। ২/৩ দিন আগে এ গানের সুরটা আসে। গত সন্ধ্যায় প্রথম 'অংশ' লিখি ও গাই। আজ অন্তরা দুটো লিখলাম ও পুরোটা গাইলাম শুধু সুরটাকে ধরে রাখার জন্য। খুবই 'র' অবস্থার 'মুখ' কেউ শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন। পুরোটা শুনতে চাইলে এই লিংকে ক্লিক করুন - তুমি বুঝতে পারো নি কোনোদিনই। লিরিক রিফাইন করা হবে। এরপর মিউজিক যোগ করে পুরোটা কমপ্লিট করা হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২১