আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব যেখানে কেউ নেই
এ এক নির্জন রঙ্গশালা, যেখানে যাচ্ছেতাই করা যায়
কড়া পাহারা, কারো চোখরাঙানি, নিয়ম-শৃঙ্খল নেই,
নেই কোনো নিষেধাজ্ঞা
যা খুশি ভাবতে পারায় কোনো পাপ নেই
বসন-ভূষণ খুলে ফেলে নাঙা শরীরে লজ্জা পাবে না তুমি
কোনো বাধা নেই - যেমন, যেভাবে সাধ তেমনই খেলতে পারো
এ হলো এক নিরালা বাগান।
তোমার হাতে আশ্চর্য এক জাদুর কাঠি-
এক ফুঁ-য়ে একটা গোলাপ, অথবা
একটা সাপ বানিয়ে ফেলতে পারো
আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব, যেখানে তুমি ছাড়া
আর কেউ নেই
স্বাধীন সার্বভৌম এ এক অদ্ভুত ভুবন - তোমার মধ্যে তুমি।
তোমার ভিড়ে তুমি আর তোমার ছায়া।
প্রকৃত ‘তোমাকে’ একমাত্র সেখানেই খুঁজে পাবে।
যখন সকল জানালা বন্ধ হয়ে গেছে
গুহার আঁধারে অবরুদ্ধ তুমি
তখন তোমার হৃদয় খুলে দেবে
এ এক অনিন্দ্য অতুল্য রূপকথার দেশ
এ এক অদ্ভুত অনন্য ভুবন – তোমার মধ্যে তুমি
বস্তুত, সবারই একটা অন্যজগত আছে- একান্ত আপন
তোমাকে প্রায়শ সেখানে ডুব দিতে হবে
খুঁড়ে পেতে অমূল্য কাঞ্চন।
দেহ-দ্রোহ, যাবতীয় ক্লেদ, ধুয়েমুছে সাফ করার
সে এক অনুপম নদী, গভীর অলখে ডাকে নিরবধি।
চলো, এই নিবিড়, নিশুতি রাতে, আমরা ডুবে যাই সুচারু গহনে।
২ সেপ্টেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১২