সেমি ফাইনালের একদম দরজার কাছ থেকে ফিরে এলো বাংলাদেশ। বেশ কয়েকটা 'যদি'র শর্ত পার হয়ে শেষ ধাপে এসে পৌঁছেছিল - আর মাত্র একটা ম্যাচ, আর মাত্র একটা ম্যাচ জিতলেই বাংলাদেশ পৌঁছে যাবে সেমি-ফাইনালে। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল। কিন্তু ১০ ওভারে যেখানে ৭০/১ ছিল, ১৫ ওভার শেষে আর মাত্র ২৯ রান যোগ করে, কিন্তু হারায় মূল্যবান আরো ৩ উইকেট। স্কোর তখন ৯৯/৪। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। দুঃখজনক ভাবে শাকিবকে বিতর্কিত একটা সিদ্ধান্তে 'এলবিডব্লিউ' আউট দেয়া হয়। ১২৮ রানের টার্গেটেই পাকিস্তান খুবই শ্লথগতিতে যাত্রা করে, ১০ ওভারে রান করে মাত্র ৫৬/০। ১৫ ওভার শেষে ৯৪/৩। অবশেষে ১১ বল হাতে রেখেই পাকিস্তান পৌঁছে যায় জয়ের লক্ষ্যে, ১২৮/৫। সেমিতে চলে যায় পাকিস্তান, বাংলাদেশ সেমিকে সালাম জানিয়ে ফিরে আসে
থাক, আর চোখের পানি না, নাকের পানিও না। সেমি-ফাইনাল খুব বড়ো কিছু না বাংলাদেশের সেমিতে খেলে অভ্যাস আছে আগে থেকেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, ইংল্যান্ডে সেমিতে খেলেছিল বাংলাদেশ, মনে আছে? কী দুর্দান্ত খেলাটাই খেলেছিল। সো, তাদের সেমিতে খেলে অভ্যাস আছেই তো, তাই না? ভবিষ্যতে আবার খেলবে, প্রয়োজনে ফাইনালেও খেলবে
বেদনার মধ্যেও বাংলাদেশের প্রাপ্তি হলো শান্ত ও সৌম্যকে ওপেনিং জুটি হিসাবে পাওয়া। এবারই প্রথম টি২০'র সুপার ১২/১০/৮ পর্বে বাংলাদেশ ২টি জয় পায়। ইন্ডিয়ার সাথে অসাধারণ ফাইট করে মাত্র ৫রানে হারে। আগামীতে ইন শা'ল্লাহ বাংলাদেশ আরো ভালো করবে।
আমি জানি, আপনাদের মন খারাপ। মন খারাপ হলে নাকি দৌড়াইতে হয়, অথবা সাঁতরাইতে হয়, অথবা গলা ফাডাইয়া গান গাইতে হয়। আমি অবশ্য প্রায় দিনভরই গলা ফাডাইয়া গান গাই, কিছুক্ষণ আগেও গাইলাম আর হাঁটাহাঁটি তো প্রতিদিন করিই - গড়ে মিনিমাম ৫ কিলো প্রতিদিন হাঁটি। আজও হেঁটে এলুম কিছুক্ষণ আগে।
আচ্ছা, আর গল্প না। আপনারা নিশ্চয়ই গান শোনার জন্য অস্থির হইয়া আছেন, তাই না? অনেকদিন ধরে গান দিই না ব্লগে। অনেক গান আপলোড করা হয়েছে ইতিমধ্যে। তা থেকে আজ ৫টা গান দিচ্ছি।
১। এই লিংকে ক্লিক করুন >>> ঘরের মানুষ। ডেডিকেটেড টু অঙ্গলি আপা।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। প্লিজ এখানে ক্লিক করুন - যে বেদনা দিয়েছিলে
৩। প্লিজ এখানে ক্লিক করুন - ও সুজানা, তুই আমারে তুলে নিয়ে যা
৪। প্লিজ ক্লিক করুন - আমি যে তোমার প্রেমে পড়েছি
৫। প্লিজ ক্লিক করুন - মন তার আকাশের বলাকা
এ পোস্টটি উৎসর্গ করলাম শ্রদ্ধেয় ব্লগার, সর্বকালের সেরা ব্লগারদের একজন, আমাদের সবার প্রিয় খায়রুল আহসান স্যারকে। জানি না, এ পোস্ট স্যারের চোখে পড়বে কিনা, বা এ লাইন স্যার দেখবেন কিনা, তবে স্যারের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তার একেকটা কমেন্টে আমি উদ্দীপ্ত হই, জ্বলে উঠি, যেমন অনুপ্রাণিত হোন আপনারাও।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৯