সাউথ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে এবারের টি২০ বিশ্বকাপ ক্রিকেটে সবচাইতে বড়ো চমক ও অঘটন ঘটালো নেদারল্যান্ডস। বাংলাদেশের সামনে খুলে গেল সেমি-ফাইনালে যাওয়ার সুবর্ণ সম্ভাবনা। এ সম্ভাবনাকে 'অভূতপূর্ব', 'অভাবনীয়', 'অপার' বা সমার্থক আরো অনেক বিশেষণে বিশেষায়িত করা যায়। সেগুলো বরং আপনারাই খুঁজে বের করুন।
বিস্তারিত দেখুন আগের পোস্টে - ICC Mens T20 World Cup 2022-23 - সেমি-ফাইনালে বাংলাদেশের সম্ভাবনা; অন্যান্য দলের সম্ভাবনা :
সেমি-ফাইনালে খেলার জন্য বাংলাদেশের সামনে তিনটা 'যদি' ছিল আজকের নেদারল্যান্ডস-সাউথ আফ্রিকা ম্যাচ শুরুর আগ পর্যন্ত :
১। নেদারল্যান্ডস হারাবে সাউথ আফ্রিকাকে। এ 'যদি' পূরণ হলে বাংলাদেশের সম্ভাবনার দ্বার অনেক বেশিই খুলে যাবে।
২। জিম্বাবুয়ে হারাবে ইন্ডিয়াকে। অনেক বড়ো ব্যবধানে, মানে গো-হারা হারাইতে হবে, কিছু রেকর্ডসহ। তবে, উপরের 'যদি' পূরণ হলে, অর্থাৎ, নেদারল্যান্ডস যদি সাউথ আফ্রিকাকে হারায়, এ 'যদি'টা গুরুত্ব হারাবে।
৩। টাইগাররা হারাবে পাকিস্তানকে। অনেক বড়ো ব্যবধানে। কত বড়ো ব্যবধানে, তা উপরে দেয়া লিংকে গিয়ে প্লিজ ক্যালকুলেশন দেখুন। তবে, উপরের ১ নম্বর 'যদি' পূরণ হয়ে গেলে পাকিস্তানকে হারালেই বাংলাদেশ সেমিতে উঠে যাবে। তবে, সে-ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, নাকি ইন্ডিয়া হবে, তা নির্ভর করবে ইন্ডিয়া-জিম্বাবুয়ে ম্যাচের ফলাফলের উপর। ইন্ডিয়ার নেট রান রেট বাংলাদেশের চাইতে অনেক ভালো হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইন্ডিয়ার চান্সই বেশি।
নেদারল্যান্ডস আজ প্রথম ম্যাচে সত্যিই অঘটন বা আপসেট ঘটালো, আর তাতে বাংলাদেশের সামনে থেকে একটা প্রতিযোগী কমে গেল; সাউথ আফ্রিকা ৫ পয়েন্ট নিয়া সেমির দৌড় থেকে সসম্মানে বিদায় হয়ে গেল।
এখন ইন্ডিয়া যদি জিম্বাবুয়ের কাছে হেরেও যায়, তারা সেমিতে চলে যাবে; বাংলাদেশকে শুধু একটা বৈতরণী পার হতে হবে - পাকিস্তানকে হারানো।
এ পোস্টে বাংলাদেশের সম্ভাবনার বাইরে অন্য কারো সম্ভাবনা নিয়া আলোচনা করলাম না। সেই ধৈর্য বা ইচ্ছা কোনোটাই এখন নাই।
শুভ কামনা বাংলার টাইগার।
আমাদের পথ এখন খুবই পরিষ্কার। একটা মাত্র জয়, তা এক রানই হোক বা আধা রানই হোক, পাকিস্তানকে হারালেই হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৯