এ অডিওতে যে সুরটি শুনবেন, সেটি এ সুরের থার্ড ট্রায়াল টিউন। প্রথম ট্রায়ালটি থেকে খুব বেশি পার্থক্য নেই। তবে, তিনটা ট্রায়ালে দ্বিতীয়টি প্রথমটার চাইতে বেটার, এবং তৃতীয়টি, দ্বিতীয়টির চেয়েও বেটার হয়েছে।
এরপর এ সুরের উপর লিরিক তৈরি হবে। সুরটা আরেকটু রিফাইন্ড হবে।
কেউ লিরিক লিখতে চাইলে এ সুরের উপর লিখে পাঠাতে পারেন।
এটি মূলত শিশু-কিশোরদের জন্য একটা উদ্দীপনামূলক গান হবে। কিংবা দেশাত্মবোধক বা ভ্রমণকারী একদল তরুণের কোরাস গান।
এ গানটার ছন্দ ও লাইনগুলো নীচের মতো লিখলে সুরে ছন্দ পতন হবে না।
এই যে নদী এঁকে বেঁকে গেছে বহুদূর
কল কল ছন্দ তুলে মিষ্টি সুমধুর
পাখা মেলে নৌকাগুলো যাচ্ছে সুদূরে
মন আমার গাংচিল যায় সেথা উড়ে
তবে, আপনাদের লিরিকে যেন এ কথাগুলো না থাকে।
আমার বিশ্বাস, শায়মা মণি তার ছাত্রছাত্রীদের উদ্দেশে এ সুরের উপর একটা গান লিখতে পারেন। পারেন অন্য যে-কেউ।
গানের ভিডিও'র জন্য এখানে ক্লিক করুন লাল লা লা লা
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২২ রাত ১০:৪০