ন্যারেটিভ বা উদ্দীপক
আপনি ০১ জানুয়ারি ২০২২ তারিখে ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লোন নিলেন। সুদের হার ৮.৭৫%। Moratorium পিরিয়ড ১৫ মাস (০১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত)। মাসিক কিস্তি ২২,৮০০ টাকা, যা প্রতি মাসের ০১ তারিখে কর্তনযোগ্য (০১ এপ্রিল ২০২৩ তারিখে প্রথম কিস্তি কর্তন করা হবে)।
প্রতি মাসের কিস্তি কর্তনের পর, কিংবা যে-কোনো অংকের টাকা পরিশোধ করার পর অবশিষ্ট লোনের উপর বাৎসরিক সরল হারে সুদ প্রযোজ্য হবে।
উদাহরণ-১ : ধরুন, ০১ নভেম্বরে কিস্তি দেয়ার পর অবশিষ্ট থাকলো ১৩ লাখ। এই ১৩ লাখ টাকার ২ মাসের সুদ হবে ৮.৭৫% হারে সরল সুদে।
উদাহরণ-২ : ধরুন, ০১ মে-তে কিস্তি দেয়ার পর অবশিষ্ট রইল ১২ লাখ। এই ১২ লাখ টাকার ০৮ মাসের সুদ হবে ৮.৭৫% হারে সরল সুদে।
০১ ডিসেম্বর ২০২৪-এ মাসিক কিস্তির সাথে আরো ৪ লাখ টাকা পরিশোধ করা হলো।
প্রশ্ন :
১। ০১ জানুয়ারি ২০২৬ তারিখে আপনার কত টাকার লোন অবশিষ্ট থাকবে? সুদ ও আসল আলাদাভাবে দেখাবেন।
২। এ অংক সমাধানের জন্য আপনার ব্যবহৃত ফর্মুলাটি বলুন।
নোট : সুদ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর।
আগের অংক ও ধাঁধার পোস্ট
১। পাটীগণিতের ক্লাস - ক্লাস ফোর অ্যান্ড ফাইভ
২। ক্লাস থ্রি-ফোরের অংকের ধাঁধা বা পাজল
৩। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য
৪। কেবল ধাঁধাপাগলাদের জন্য
৫। গতকালকের ধাঁধার জবাব - কেবল ধাঁধাপাগলাদের জন্য
৬। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
৭। বুদ্ধিমানদের জন্য ধাঁধা
৮। একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
৯। স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
১০। বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
১১। এবার একটা ক্রিকেটিয় কুইজ
১২। জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
১৩। অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
১৪। একটি পাটিগণিতীয় ধাঁধা
১৫। তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
১৬। একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
১৭। গোলক ধাঁধা
১৮। স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
১৯। একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২০। আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২১। ধাঁধাপাগলাদের জন্য পোস্ট
২২। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
২৩। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
২৪। ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন