১। ৫ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ৩ গুণ ছিল। ১০ বছর পর দুজনের বয়স একত্রে ৭০ বছর হবে। বর্তমানে কার বয়স কত? পাটীগণিতীয় নিয়মে অংকটি কষে দেখান। আই রিপিট, পাটীগণিতীয় নিয়মে, বীজগণিতীয় নিয়মে নয়, অংকটি কষে দেখান।
২। বহুনির্বাচনী প্রশ্ন : ১০০০% ভাগ ১০০% =?
ক। নীচের একটাও না।
খ। ১০
গ। ১০০
ঘ। ১০০০
ঙ। ১০%
চ। ১০০%
ছ। ১০০০%
জ। গ ও ঘ-এর যে-কোনো একটি
ঝ। ঙ ও চ-এর যে-কোনো একটি
৩। মানসাঙ্ক। দুইটা জিনিসের দাম একত্রে ১ টাকা ২০ পয়সা। ১টার দাম আরেকটার চাইতে ১টাকা বেশি হলে কোনটার দাম কত?
যিনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তাকে জিপিএ-৫ (গোল্ড) দেয়া হবে
আগের অংক ও ধাঁধার পোস্ট
১। ক্লাস থ্রি-ফোরের অংকের ধাঁধা বা পাজল
২। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য
৩। কেবল ধাঁধাপাগলাদের জন্য
৪। গতকালকের ধাঁধার জবাব - কেবল ধাঁধাপাগলাদের জন্য
৫। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
৬। ধাঁধাপাগলাদের জন্য পোস্ট
৭। বুদ্ধিমানদের জন্য ধাঁধা
৮। একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
৯। স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
১০। বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
১১। এবার একটা ক্রিকেটিয় কুইজ
১২। জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
১৩। অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
১৪। একটি পাটিগণিতীয় ধাঁধা
১৫। তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
১৬। একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
১৭। গোলক ধাঁধা
১৮। ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন
১৯। স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
২০। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
২১। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
২২। একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২৩। আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২৪। সবগুলো ধাঁধা ও কুইজ
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২২ রাত ১০:১৫